সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

৭ এপ্রিল শুক্রবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম ৫,৫৯০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৯০০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,৭২০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ পড়তির দিকে। শুক্রবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫৯,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৫৯০ টাকা

৮ গ্রাম - ৪৪,৭২০ টাকা

১০ গ্রাম - ৫৫,৯০০ টাকা

১০০ গ্রাম - ৫,৫৯,০০০ টাকা

অন্যদিকে শুক্রবারে দাম কমল ২৪ ক্যারট সোনারও। ৭ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,০৯৮ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৮,৭৮৪ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬০,৯৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম শুক্রবার কমে হয়েছে ৬,০৯,৮০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,০৯৮ টাকা

৮ গ্রাম - ৪৮,৭৮৪ টাকা

১০ গ্রাম - ৬০,৯৮০ টাকা

১০০ গ্রাম - ৬,০৯,৮০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দামও পড়তির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো শুক্রবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৬.৪৯ টাকা

৮ গ্রাম - ৬১১.৯২ টাকা

১০ গ্রাম - ৭৬৪.৯০ টাকা

১০০ গ্রাম - ৭,৬৪৯ টাকা

আরও পড়ুন -

অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ আবদুল লতিফ কতটা সক্রিয় ছিলেন গরু পাচারকাণ্ডে? জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাল ইডি
রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণায় ২০২৪ অর্থবর্ষে স্বস্তি পাবেন সাধারণ মানুষ, রেপো রেট না বাড়ানোর সিদ্ধান্ত গভর্নরের
CPIM West Bengal News: অসুস্থ হয়ে পড়েছেন সুজন চক্রবর্তী, হাসপাতালে ভর্তি করানো হল বাম নেতাকে