সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক। 

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। বিগত মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

শনিবারের পর রবিবার আরও কমে গেছে ২২ ক্যারট সোনার দাম। ১৩ অগাস্ট রবিবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম হল ৫,৪৬৫ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম ৪৩,৭২০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৪,৬৫০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম আজ হল, ৫,৪৬,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৪৬৫ টাকা

৮ গ্রাম - ৪৩,৭২০ টাকা

১০ গ্রাম - ৫৪,৬৫০ টাকা

১০০ গ্রাম - ৫,৪৬,৫০০ টাকা

অন্যদিকে, ১৩ অগাস্ট ২৪ ক্যারট সোনার দাম ঊর্ধ্বমুখী। ১ গ্রামের দাম হয়েছে ৫,৯৬২ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৭,৬৯৬ টাকা। ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম, ৫৯,৬২০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম ৫,৯৬,২০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৯৬২ টাকা

৮ গ্রাম - ৪৭,৬৯৬ টাকা

১০ গ্রাম - ৫৯,৬২০ টাকা

১০০ গ্রাম - ৫,৯৬,২০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দাম একই রয়েছে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো রবিবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম: ৭৩ টাকা

৮ গ্রাম: ৫৮৪ টাকা

১০ গ্রাম: ৭৩০ টাকা

১০০ গ্রাম: ৭,৩০০ টাকা

আরও পড়ুন-

Weather News: জেলায় জেলায় প্রবল বর্ষণের কমলা সতর্কতা, রবিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া?
Photos Vastu Direction: বাড়িতে কোনও ছবি টাঙালে ৮টি মারাত্মক ভুল অবশ্যই এড়িয়ে চলুন

Amit Shah in Bengal: মমতার গড়ে অমিতের আভাস, দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে জল্পনা
Hymenoplasty: যৌন সঙ্গমে ভার্জিনিটি-র আনন্দ ফিরিয়ে আনতেই কি হাইমেনোপ্লাস্টি-র দিকে ঝুঁকছেন মহিলারা?