- Home
- Business News
- Other Business
- Gold Price Drop: আর ক'টা দিন সবুর করলে পাবেন সুখবর! সোনার দাম কমে হচ্ছে ৭৫ হাজার টাকা
Gold Price Drop: আর ক'টা দিন সবুর করলে পাবেন সুখবর! সোনার দাম কমে হচ্ছে ৭৫ হাজার টাকা
Gold Price Drop: সিটি ব্যাঙ্কের অনুমান আগামী কয়েক মসের মধ্যেই অনেকটাই কমে যাবে সোনার দাম। আগামী তিন মাসের মধ্যেই সোনার দাম নেমে আসতে পারে ৯১ হাজার ৭৫৫ টাকায়।

স্বর্ণপ্রেমিদের জন্য সুখবর
সম্প্রতি হুহু করে বাড়ছে সোনার দাম। চলমান সংকট আর অর্থনৈতিক উত্তেজনার কারণে ১ লক্ষ টাকার গণ্ডি ছুঁয়েছিল হলুদ ধাতু।
সোনার দাম
মে-জুন মাসে ভারতে সোনার দাম ১ লক্ষ টাকার আশেপাশে ছিল। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনা কিনতে মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তর।
আর ক'টাদিন সবুর করুন
বিশেষজ্ঞদের কথায় আর কয়েকটা দিন অপেক্ষা করলেই সোনার দাম মধ্যবিত্তের হাতের মুঠোয় চলে আসবে।
আজ সোনার দাম
২৪ ক্যারাট ১০ গ্রাম পাকা সোনার দাম ৯৯ হাজার ৪৫০ টাকা। পাকা খুচরো সোনার দাম ৯৯ হাজার ৯০০ টাকা। হলমার্ক যুক্ত সোনার দাম ৯৪ হাজার ৯৫০ টাকায
সিটি ব্যাঙ্কের অনুমান
সিটি ব্যাঙ্কের অনুমান আগামী কয়েক মসের মধ্যেই অনেকটাই কমে যাবে সোনার দাম। আগামী তিন মাসের মধ্যেই সোনার দাম নেমে আসতে পারে ৯১ হাজার ৭৫৫ টাকায়।
সিটি ব্যাঙ্কের অনুমান
২০২৬ সালের শেষ দিকে সোনার দাম নেমে আসতে পারে ৭৫ হাজার টাকার আশেপাশে। ব্যাঙ্কের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে সেই সময় সোনার নাম ৮২ হাজার টাকা থেকে ৭৬ হাজার টাকার মধ্যে ঘোরাঘুরি করবে।
দাম কমার কারণ
ব্যাঙ্ক কর্তৃপক্ষের অনুমান সেই সময় সোনর চাহিদা অনেকটাই কম থাকবে। আর তার কারণেই কমবে দাম।
পরিস্থিতি স্বাভাবিক হবে
বিশেষজ্ঞদের অনুমান আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্বে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তা স্বাভাবিক হবে। শেয়ার বাজার অনেকটাই থিতু হবে। আর তার কারণেই সোনার বিনিয়োগ কমবে।
বর্তমানে সোনায় বিনিয়োগ
বর্তমানে চলমান সংকট আর আর্থিক অনিশ্চতয়ার কারণে শেয়ার বাজার অস্থির। সেই কারণে নিশ্চিত বিনিয়োগের জায়গা হল সোনা। তাই সোনার দামও আকাশছোঁয়া।
রুপোর দাম
সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। বর্তমানে রুপোর কিলো ১ লক্ষ টাকার বেশি।
বিশেষ দ্রব্যষ্ট
এই প্রতিবেদন শুধুমাত্র তথ্য সরবরাহের জন্য। বিনিয়োগের সিদ্ধান্ত আপনার। চাইলে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন। এই প্রতিবেদন বিনিয়োগের জন্য নয়।

