সংক্ষিপ্ত
কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।
বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।
১৩ এপ্রিল বৃহস্পতিবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম ৫,৬২০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৬,২০০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,৯৬০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ উঠতির দিকে। বৃহস্পতিবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৬২,০০০ টাকা।
একনজরে ২২ ক্যারট সোনার দাম
১ গ্রাম - ৫,৬২০ টাকা
৮ গ্রাম - ৪৪,৯৬০ টাকা
১০ গ্রাম - ৫৬,২০০ টাকা
১০০ গ্রাম - ৫,৬২,০০০ টাকা
অন্যদিকে বৃহস্পতিবারে দাম বাড়ল ২৪ ক্যারট সোনারও। ১৩ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,১৩১ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৯,০৪৮ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬,১৩১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম বৃহস্পতিবার বেড়ে হয়েছে ৬,১৩,১০০ টাকা।
একনজরে ২৪ ক্যারট সোনার দাম
১ গ্রাম - ৬,১৩১ টাকা
৮ গ্রাম - ৪৯,০৪৮ টাকা
১০ গ্রাম - ৬,১৩১০ টাকা
১০০ গ্রাম - ৬,১৩,১০০ টাকা
হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও রয়েছে উঠতির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো বৃহস্পতিবার বিকোচ্ছে কত দামে।
কলকাতায় আজ রুপোর দাম
১ গ্রাম - ৭৭.৩৫ টাকা
৮ গ্রাম - ৬১৮.৮০ টাকা
১০ গ্রাম - ৭৭৩.৫০ টাকা
১০০ গ্রাম - ৭,৭৩৫ টাকা
আরও পড়ুন - Kurmi Protest: রাজ্য সরকারের সঙ্গে কুড়মিদের বৈঠকে মিলল না সুরাহা, একেবারেই খুশি নন কুড়মি নেতারা
তাপপ্রবাহের জেরে চরম ভোগান্তি, ফোন নম্বর চালু করে নয়া গাইডলাইন জারি করল কেন্দ্র সরকার