সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক। 

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

৬ এপ্রিল বৃহস্পতিবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম ৫,৬২৫ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৬,২৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৫ হাজার টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ উঠতির দিকে। বৃহস্পতিবারবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৬২,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৬২৫ টাকা

৮ গ্রাম - ৪৫,০০০ টাকা

১০ গ্রাম - ৫৬,২৫০ টাকা

১০০ গ্রাম - ৫,৬২,৫০০ টাকা

অন্যদিকে দাম বৃহস্পতিবারে দাম বাড়ল ২৪ ক্যারট সোনারও। ৬ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,১৩৬ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৬,১৩৬ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬১,৩৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম বৃহস্পতিবার বেড়ে হয়েছে ৬,১৩,৬০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,১৩৬ টাকা

৮ গ্রাম - ৬,১৩৬ টাকা

১০ গ্রাম - ৬১,৩৬০ টাকা

১০০ গ্রাম - ৬,১৩,৬০০ টাকা

আরও পড়ুন -

‘গণতান্ত্রিক দেশে সকলেরই সমান দৃষ্টিভঙ্গি থাকা জরুরি নয়’, সংবাদ চ্যানেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিল সুপ্রিম কোর্ট
খুন হওয়ার আগে লতিফ আর ব্রতীনের সঙ্গে হোটেলের ঘরে কীসের মিটিং করেছিলেন রাজু ঝা? ড্রাইভারের বয়ানে রহস্যের খোঁজ

চলন্ত ট্রেনে মা-বাবা সহ শিশুর গায়ে আগুন, কেরলের হিংসার ঘটনায় মহারাষ্ট্রের রত্নাগিরি স্টেশন থেকে গ্রেফতার যুবক