- Home
- Business News
- Other Business
- বাজেটে একধাক্কায় কমতে পারে সোনার দর! কমবে GST, চালু হবে EMI! এবার কত টাকায় পাবেন সোনা?
বাজেটে একধাক্কায় কমতে পারে সোনার দর! কমবে GST, চালু হবে EMI! এবার কত টাকায় পাবেন সোনা?
- FB
- TW
- Linkdin
বর্তমানে সোনার দাম শুনেই কেঁপে উঠছে সাধারণ মানুষ। রোজই বদলে যাচ্ছে সোনার দাম।
যে হারে দিনের পর দিন সোনার দাম বাড়ছে, তাতে রীতিমত চিন্তায় পড়তে হচ্ছে সকলকে। এদিকে বিয়ের জন্য গয়না গড়াতেই হচ্ছে।
তবে সম্প্রতি শোনা যাচ্ছে সেই দামে এবার রাশ টানতে চলেছে কেন্দ্রীয় সরকার।
চলতি অর্থবর্ষের বাজেটে এবার অনেক কমবে সোনার দাম।
২০২৫ পড়তে না পড়তেই একের পর এক বড় ঝটকা দিয়ে চলেছে সোনা। একলাফেই কখনও আট হাজার টাকা বেড়েছে সোনার দাম তো আবার কখনও নয়ের ঘর।
কিছুদিন আগে সোনার ব্যবসায়ীদের মুখে শোনা গিয়েছিল যে, ২০২৫ সালে ১০ গ্রাম সোনার দাম ৯০ হাজারে পৌঁছতে পারে। যা একেবারে সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাবে।
কীভাবে সোনা কিনবেন, তা ভেবে কূল পাচ্ছেন না নিম্ন মধ্যবিত্তের সাধারণেরা।
সামনেই বাজেট অধিবেশন। এই আবহে সকলের মনে প্রশ্ন জাগছে বাজেটেই কি তবে সোনার দাম কমবে নাকি একই থাকবে সোনার দাম।
অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল জানাচ্ছে সোনার দাম বৃদ্ধি এবং বর্তমান GST হারের কারণে শিল্প এবং গ্রাহকরা, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দাম বৃদ্ধি পাওয়ায় তাই ব্যবসা একদম নিম্নমুখী।
তাই মনে করা হচ্ছে ৩ শতাংশ নয় GST এর হার ১ শতাংশ কমিয়ে দেওয়া হতে পারে।
পাশাপাশি সোনা কেনায় EMI সুবিধা এবং সোনার নগদীকরণ প্রকল্পের উন্নতির প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হচ্ছে।