- Home
- Business News
- Other Business
- হোম লোন ইএমআই: কত মাস EMI না দিলে ব্যাঙ্ক কড়া পদক্ষেপ নেয়? জানেন কী হতে পারে?
হোম লোন ইএমআই: কত মাস EMI না দিলে ব্যাঙ্ক কড়া পদক্ষেপ নেয়? জানেন কী হতে পারে?
হোম লোন নিয়েছেন? ইএমআই দিতে সমস্যা হচ্ছে? কয় মাস ইএমআই না দিলে ব্যাংক আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে জানেন? বিস্তারিত জেনে নিন।

সবারই কিছু স্বপ্ন থাকে। অনেকেই বাড়ি কেনার স্বপ্ন নিয়ে পরিকল্পনা করে কাজ করেন।
কিছু টাকা জমিয়ে বাকিটা ঋণ নিয়ে বাড়ি তৈরি বা কেনেন। ঋণের জন্য নিয়মিত ইএমআই দিতে হয়।
কিন্তু আর্থিক সমস্যায় পড়লে ইএমআই দিতে সমস্যা হয়। কত মাস ইএমআই না দিলে ব্যাংক ব্যবস্থা নেয় জানেন? আসুন জেনে নিই।
সাধারণত হোম লোনের মেয়াদ ১৫ থেকে ২০ বছর। শুরুতে ইএমআই দেওয়া সহজ। কিন্তু দু-তিন বছর পর বাড়তি দায়িত্বের জন্য সমস্যা শুরু হয়।
পড়াশোনার খরচ, চিকিৎসা, বিয়ে, অনুষ্ঠান ইত্যাদি কারণে ইএমআই দিতে সমস্যা হয়।ব্যাংক সাধারণত ৩ মাস পর্যন্ত নোটিশ পাঠিয়ে সতর্ক করে। ৩ মাস পর আইনি ব্যবস্থা নিতে পারে।
এক মাস ইএমআই না দিলে পরে জরিমানাসহ দিতে হয়। চেক বাউন্স হতে পারে।
দুই মাস ইএমআই না দিলে মোবাইলে বার্তা ও নোটিশ আসে। জরিমানাসহ দুই মাসের ইএমআই দিতে বলা হয়।
তিন মাস ইএমআই না দিলে ঋণখেলাপীর তালিকায় নাম ওঠে। নোটিশ আসতে থাকে।
সিবিল স্কোর কমে যায়। ঋণ পাওয়া কঠিন হয়। অবশেষে আদায়কারী আপনার সাথে কথা বলবে।
সমাধান কি? আর্থিক সমস্যায় পড়লে ব্যাংকের সাথে কথা বলুন।
সুদ কমানোর বা মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করুন।
ইএমআই দিতে না পারলে ব্যাংকের মাধ্যমে বাড়ি বিক্রি করুন। এজেন্টের মাধ্যমে বিক্রি করলে ক্ষতি হবে।