- Home
- Business News
- Other Business
- ব্যাঙ্কে না গিয়েই মোবাইল নম্বর আপডেট করবেন কীভাবে? জেনে নিন একেবারে সহজ উপায়
ব্যাঙ্কে না গিয়েই মোবাইল নম্বর আপডেট করবেন কীভাবে? জেনে নিন একেবারে সহজ উপায়
| Published : Jan 10 2025, 06:32 PM IST
ব্যাঙ্কে না গিয়েই মোবাইল নম্বর আপডেট করবেন কীভাবে? জেনে নিন একেবারে সহজ উপায়
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
14
সরকারি প্রকল্পের অর্থ সরাসরি লাভবানদের অ্যাকাউন্টে জমা হয়। ফলে প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্ট থাকা জরুরি। গ্রামাঞ্চলেও ব্যাংকিং পরিষেবা উপলব্ধ। মোবাইল ফোনের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্ট এবং ফোন নম্বর লিঙ্ক করাও অপরিহার্য হয়ে উঠেছে।
24
ব্যাংকে না গিয়েই ঘরে বসে আপনার ফোন নম্বর পরিবর্তন করতে পারেন। এসবিআই এর জন্য সহজ পদ্ধতি চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই ফোন নম্বর পরিবর্তন করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং এবং এটিএম, দুই পদ্ধতিতেই এটি করা সম্ভব।
34
ইন্টারনেট ব্যাংকিং..
এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করুন। ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে 'চেঞ্জ মোবাইল নম্বর' অপশনে ক্লিক করুন। নতুন নম্বরটি দিয়ে সাবমিট করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার নম্বর পরিবর্তিত হবে।
44
এটিএম এর মাধ্যমে..
এটিএম এর মাধ্যমেও মোবাইল নম্বর আপডেট করা যায়। নিকটস্থ এটিএম-এ গিয়ে কার্ড ঢোকান এবং পিন দিন। 'মোবাইল নম্বর রেজিস্ট্রেশন' অপশনটি বাছাই করুন। 'মোবাইল নম্বর চেঞ্জ' অপশনে আপনার পুরানো এবং নতুন মোবাইল নম্বর দিন। ওটিপি ব্যবহার করে নম্বরটি পরিবর্তন করুন।