- Home
- Business News
- Other Business
- UPI-তে পেমেন্ট করলেই দিতে হবে চার্জ! গ্রাহকদের মারাত্মক খারাপ খবর দিল G Pay, Phone Pay?
UPI-তে পেমেন্ট করলেই দিতে হবে চার্জ! গ্রাহকদের মারাত্মক খারাপ খবর দিল G Pay, Phone Pay?
UPI-তে পেমেন্ট করলেই দিতে হবে চার্জ! গ্রাহকদের মারাত্মক খারাপ খবর দিল G Pay, Phone Pay?
- FB
- TW
- Linkdin
)
এবার পেমেন্ট করতে গেলেই ১৫ টাকা চার্জ নেবে UPI। এবার লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম আনতে চলেছে এই পেমেন্ট সংস্থা।
UPI মানুষের জীবনে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থা হয়ে গিয়েছে। অনলাইন লেনদেন এখন মানুষের জীবনে অপরিহার্য হয়ে গিয়েছে। অনলাইন ছাড়া পেমেন্ট করেন না এমন মানুষের সংখ্যা অত্যন্ত কম।
ইউপিআইয়ের মাধ্যমে দিনে গড়ে প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ লেনদেন করেনবহু মানুষ। এবার এই লেনদেনেই চার্জ বসাতে চলেছে অনলাইন পেমেন্ট ব্যবস্থা।
সারা দেশে অনেক সংস্থা ইউপিআইয়ের মাধ্যমে অনলাইন পেমেন্ট সুবিধা সরবরাহ করে, তবে Paytm, Google Pay, এবং Phone pay সর্বাধিক ব্যবহৃত ইউপিআই পেমেন্ট অ্যাপ।
এখনও পর্যন্ত UPI লেনদেনের জন্য কোনও ফি নেওয়া হয় না এই লেনদেন হয় বিনামূল্যে। তবে এবার থেকে অনলাইনে টাকা দেওয়া নেওয়া করতে টাকা দেওয়া হবে।
এমনিতেই রিচার্জ করতে গেলে অতিরিক্ত টাকা নেয় UPI। এবার থেকে সেই চার্জ আর শুধুমাত্র রিচার্জের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। অন্য লেনদেনেও টাকা নেবে UPI।
পেট্রোল-ডিজেল, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, বিভিন্ন বিল পেমেন্ট, রেল-বিমানের টিকিট, সিনেমার টিকিট, ফাস্ট্যাগ, গ্যাস বুকিং, মানি ট্রান্সফার, মেট্রো কার্ড রিচার্জ, ইনসিওরেন্স প্রিমিয়াম ইত্যাদির জন্য ইউপিআই ব্যবহার করা হচ্ছে। এই সব লেনদেনেই এবার মোটা টাকা চার্জ নেবে জনপ্রিয় এই ইউপিআই সংস্থা।