- Home
- Business News
- Other Business
- বাড়িতে ৫০ হাজার টাকা রেখেছেন? ফেঁসে যেতে পারেন বড় ঝামেলায়! আয়করের নিয়ম জানেন তো?
বাড়িতে ৫০ হাজার টাকা রেখেছেন? ফেঁসে যেতে পারেন বড় ঝামেলায়! আয়করের নিয়ম জানেন তো?
বাড়িতে নগদ রাখার নিয়ম, উৎস না জানালে জরিমানা। ক্যাশ লেনদেন, ব্যাংক থেকে টাকা তোলা ও টিডিএস নিয়ে বিস্তারিত তথ্য।
- FB
- TW
- Linkdin
)
বাড়িতে ক্যাশ রাখা অপরাধ নয়
বাড়িতে ক্যাশ রাখা অপরাধ নয়, তবে ট্যাক্সের ক্ষেত্রে একটু ভুল হলেই আপনি ফেঁসে যেতে পারেন।
লিমিট নেই, তবে উৎস জরুরি
বাড়িতে ১০ লাখ বা ১ কোটি টাকা থাকলেও যদি আপনি তার উৎস না জানাতে পারেন, তাহলে তা 'অঘোষিত আয়' হিসেবে গণ্য হবে।
ইনকাম ট্যাক্স রেড-এ ক্যাশ পেলে কী হবে?
প্রায়ই খবরে দেখা যায়, অফিসার, নেতা বা ব্যবসায়ীর বাড়িতে রেড হলে অনেক ক্যাশ পাওয়া যায়, যা হিসাব বহির্ভূত হলে বাজেয়াপ্ত হয় ও জরিমানা হয়।
৫০ হাজার টাকার বেশি ক্যাশ জমা বা তোলার নিয়ম কী?
ব্যাঙ্কে একবারে ৫০ হাজারের বেশি ক্যাশ জমা বা তুলতে প্যান নম্বর দেওয়া বাধ্যতামূলক।
সেকশন 194N – বেশি ক্যাশ তুললে টিডিএস কাটবে
গত ৩ বছরে আইটিআর না ভরে ২০ লাখের বেশি ক্যাশ তুললে ২ শতাংশ টিডিএস এবং ১ কোটির বেশি তুললে ৫ শতাংশ টিডিএস দিতে হবে।
অঘোষিত ক্যাশ মানেই ঝামেলা শুরু
ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট উৎসবিহীন ক্যাশকে অঘোষিত আয় মানে, যাতে পেনাল্টি, ট্যাক্স ও টিডিএস তিনটিই লাগতে পারে।
ক্যাশ রাখবেন? এই ৩টি কথা মনে রাখুন
সবসময় উৎসের প্রমাণ রাখুন (স্যালারি, ব্যবসা, সম্পত্তি বিক্রি ইত্যাদি)।
ব্যাঙ্ক স্টেটমেন্ট ও লেনদেনের ডিটেইল সেভ করুন।
আইটিআর রিটার্ন সঠিক সময়ে ফাইল করুন।