খারাপ সময় আসছে! বিনিয়োগ করুন এখন থেকেই, বিনিয়োগে বসতে লক্ষ্মী- পর্ব ৬

বিনিয়োগ তো করবেন, কিন্তু কতটা বিনিয়োগ করবেন সেটা জানেন? অনেকেই ভাবেন, করতে পারি কিন্তু কেন করব? এই কেন-র উত্তর খোঁজাও জরুরি।

Share this Video

বিনিয়োগ তো করবেন, কিন্তু কতটা বিনিয়োগ করবেন সেটা জানেন? অনেকেই ভাবেন, করতে পারি কিন্তু কেন করব? এই কেন-র উত্তর খোঁজাও জরুরি। বিনিয়োগের প্রধান উদ্দেশ্য আর্থিকভাবে ভবিষ্যতে বিনিয়োগকারীকে স্বাবলম্বী করা। কিন্তু সেই ভবিষ্যতের সময়কাল কতটা? সেটা জানাও জরুরি। প্রত্যেক মানুষের যেমন শরীরের মাপ অনুযায়ী পোশাক পরতে হয়, ঠিক তেমনই প্রত্যেকে প্রয়োজন ভিন্ন, তাই বিনিয়োগের ধরন এবং বিনিয়োগের পরিমাণও ভিন্ন হতে পারে। কিন্তু একটি জিনিস কখনও পরিবর্তন হবে না, সেটা হল দীর্ঘ দিন ধরে বিনিয়োগ করে যাওয়া। বিনিয়োগে বসতে লক্ষ্মী-র ষষ্ঠ পর্বে আমরা এটা নিয়েই আলোচনা করব।

Related Video