- Home
- Business News
- Other Business
- পুরনো গ্রাহকদের ২ লক্ষ টাকা করে দিচ্ছে SBI, জেনে নিন কীভাবে পাবেন এই সুবিধা
পুরনো গ্রাহকদের ২ লক্ষ টাকা করে দিচ্ছে SBI, জেনে নিন কীভাবে পাবেন এই সুবিধা
SBI গ্রাহকদের জন্য রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট (RTXC) অফার এনেছে। এই অফারের আওতায়, যোগ্য গ্রাহকরা YONO অ্যাপের মাধ্যমে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন পেতে পারেন। ন্যূনতম মাসিক আয় ১৫,০০০ টাকা এবং একটি ভালো CIBIL স্কোর থাকলেই আবেদন করা যাবে।

নতুন বছরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র পুরনো গ্রাহকদের জন্য দারুণ খবর। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে জানা যাচ্ছে এই সুখবর। এবার নাকি পুরনো গ্রাহকদের ২ লক্ষ টাকা করে দিচ্ছে SBI প্রকাশ্যে এল চমকপ্রদ তথ্য।
ভিডিওটি আসলে SBI-র RTXC অফার সম্পর্কে, যা কেবল ২ লক্ষ টাকাই নয়, সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা পর্যন্ত অফার করে। এসবিআই তার বিশেষ গ্রাহকদের জন্য রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট অফার চালু করেছে। এই অফারের আওতায়, গ্রাহকরা YONO অ্যাপের মাধ্যমে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারবেন।
যোগ্যতা অর্জনের জন্য, আপনার এসপিআই-তে একটি স্যালারি অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার মাসিক আয় কমপেক্ষ ১৫ হাজার টাকা হতে হবে। আপনার EMI/NMI অনুপাত ৫০ থেকে ৬০ শতাংশ কম হতে হবে এবং আপনার CIBIL স্কোর ৬৫০ বা ৭০০-র ওপর হতে হবে।
এখন প্রশ্ন হল কীভাবে আবেদন করবেন। YONO অ্যাপ ব্যবহার করে সহজেই এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। আপনি আপনার আধার OTP ব্যবহার করেই সাইন করতে পারবেন। সুদের হার ২ বছরের MCLR-র সাথে যুক্ত হবে এবং পুরো ঋণের মেয়াদের জন্য স্থির থাকে।
এই বিশেষ অফার দিচ্ছে এসবিআই। তবে, সহজে ব্যাঙ্ক থেকে মিলবে টাকা। মাসিক আয় কমপেক্ষ ১৫ হাজার টাকা হলে মিলবে এই সুবিধা। বিস্তারিত জানলে লগইন করুন YONO অ্যাপে। এতে মিলবে সুবিধা।

