- Home
- Business News
- Other Business
- চলতি মাস থেকে একগুচ্ছ নিয়ম বদল হল EPFO-তে, না জানলে বিপদে পড়তে পারেন
চলতি মাস থেকে একগুচ্ছ নিয়ম বদল হল EPFO-তে, না জানলে বিপদে পড়তে পারেন
EPFO-র নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে যা ১৩ মিলিয়ন গ্রাহকদের উপকৃত করবে। পিএফ ট্রান্সফারের সময়সীমা কমানো, অনলাইনে সংশোধন, এবং আধারের মাধ্যমে সহজ ট্রান্সফারের সুবিধা এই পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য।

EPFO-র ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে। যার দ্বারা উপকৃত হবেন ১৩ মিলিয়ন গ্রাহক।
একগুচ্ছ পরিবর্তন করা হয়েছে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে। গ্রাহকদের কাজে যাতে আর বিলম্ব না হয় তাই নেওয়া হল এই সকল পদক্ষেপ।
জেনে নিন ঠিক কী কী পরিবর্তন হল EPFO-র ক্ষেত্রে।
পি এফ ট্রান্সফারের ক্ষেত্রে আগে বিস্তর সময় লাগত। ট্রান্সফার করতে চাইলে সমস্ত তথ্য যাচাই করা হত।
১৪ দিন বা তার বেশি সময় লাগত। সেই সময়সীমা কমানো হল। EPFO-র অনুমোদন বা অতিরিক্ত নথির প্রয়োজন ছাড়াই অনলাইনে এবার নিজেরাই সংশোধন করতে পারবেন।
ট্রান্সফার করার ক্ষেত্রে এখন থেকে গ্রাহের আধার ওয়ান টাইপ পাসওয়ার্ড কিংবা ওটিপি -ই যথেষ্ট।
এবার থেকে অ্যাকাউন্ট ট্রান্সফারও সহজ হয়েছে। UAN এবং আধার লিঙ্কযুক্ত সদস্য আইডিগুলোর অ্যাকাউন্ট ট্রান্সফার সহজ হয়ে গিয়েছে।
এখন থেকে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে গেল আর নিয়োগকর্তার হস্তক্ষেপ প্রয়োজন নেই।
আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকলে আর সঠিক নাম, জন্মতারিখ থাকলে তা সহজে ট্রান্সফার করা যাবে।
সেই সঙ্গে পিএফ-র টাকাও এখন থেকে এটিএম দ্বারা তোলা সম্ভব হবে।