Gold Silver Price: রবিবার ১৮ জুন কলকাতায় কত হল সোনা-রুপোর দর, জেনে নিন আজকের লেটেস্ট আপডেট

সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

Share this Video

১৮ জুন রবিবার ২২ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৫১০ টাকা । ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,০৮০ টাকা । ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,১০০ টাকা। রবিবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫১,০০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৬,০১১ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬০,১১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রবিবার হয়েছে ৬,০১,১০০ টাকা। ১৮ জুন রবিবার কলকাতায় ১০ গ্রাম রুপোর দাম ৭৩১ টাকা । ১০০ গ্রাম রুপোর দাম ৭,৩১০ টাকা । 

Related Video