- Home
- Business News
- Other Business
- পোস্ট অফিসে লক্ষ্মীর ভাণ্ডার! মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ১০ হাজার! কীভাবে আবেদন?
পোস্ট অফিসে লক্ষ্মীর ভাণ্ডার! মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ১০ হাজার! কীভাবে আবেদন?
পোস্ট অফিসে এবার নাকি লক্ষ্মীর ভান্ডার চালু হল। লক্ষ্মীর ভান্ডারে যেমন প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যায়, এই স্কিমেও প্রতি মাসে মহিলারা পাবেন কড়কড়ে ১০ হাজার টাকা। কীভাবে আবেদন করবেন, জেনে নিন।

ভারতের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার গুলির জন্য ডাক বিভাগের তরফে চালু হলো নতুন একটি পোস্ট অফিস সঞ্চয় প্রকল্প তথা Post Office Schemes. লক্ষ্মীর ভান্ডারে যেমন প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যায়, তেমনি এই স্কিমে ও প্রতিমাসে টাকা পাওয়া যাবে। তাই এই স্কিমের নাম পোস্ট অফিস লক্ষ্মীর ভান্ডার স্কিম রাখা হয়েছে।
প্রতিটি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মানুষ অনেক সময়েই স্বল্প রোজগারের কারণে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit in Post office) বা বড় মানের কোন অর্থ সঞ্চয় করতে সক্ষম হন না। এই কারণে বেশিরভাগ সময়েই তাদের রোজগার জীবন শেষ হওয়ার পর কোনরকম সঞ্চয় অবশিষ্ট থাকে না। এর প্রধান কারণ হলো সঠিক বিনিয়োগ বা সঞ্চয় পরিকল্পনার অভাব।
তবে এবারে পোস্ট অফিস সেভিংস স্কিমের মাধ্যমে (Post Office recurring deposit Scheme) প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করেই মিলবে ১৬ লক্ষ টাকার রিটার্ন। কিভাবে সঞ্চয় করবেন, কিভাবে রিটার্ন পাবেন, বিস্তারিত দেখে নিন। ভারতীয় ডাক বিভাগের এই স্কিম টি প্রতিমাসে টাকা জমানোর একটি ফিক্সড ডিপোজিট স্কিম, যাকে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (Post Office Recurring Deposit Scheme) বলা হয়।
এটি এমন একটি দুর্দান্ত স্কিম, যেখানে চক্রবৃদ্ধি হারে বার্ষিক ৫.৮% সুদ পাওয়া যায়। অর্থাৎ এক্ষেত্রে আপনি যদি প্রতি মাসে ১০০ টাকা করেও সঞ্চয় করতে শুরু করেন, তাহলে নির্দিষ্ট বছরের পরে গ্যারান্টি সহকারে নির্দিষ্ট পরিমাণ টাকা রিটার্ন হিসেবে পাবেন।
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে মিলবে ১৬ লক্ষ টাকা!
হিসাব করে টাকা সঞ্চয় করলে, এই স্কিমে ১৬ লক্ষ টাকার নিশ্চিত রিটার্ন পেতে পারেন, ৩৩৩ টাকা বিনিয়োগ করেই! কিন্তু কীভাবে? এই স্কিমের মাধ্যমে প্রতিদিন ৩৩৩ টাকা করে জমা করলে প্রতি মাসে আপনি জমা করবেন প্রায় ১০ হাজার টাকা। এর ফলে এক বছরে আপনার সঞ্চয় হবে মোট ১.২০ লক্ষ টাকা।
এইভাবে আপনি যদি মোট ১০ বছর এই টাকা জমাতে পারেন। মোট জমানো রাশি হবে ১২ লাখ টাকা। তার উপর আপনি সুদ পাবেন ৪,২৬,৪৭৬ টাকা। অর্থাৎ সবমিলিয়ে দশ বছরে আসল ও সুদের পরিমাণ হবে ১৬ লক্ষ টাকার বেশি।
এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিট বা RD Scheme এর মেয়াদ সাধারণত ৫ বছরের হয়ে থাকে। তবে গ্রাহকেরা চাইলে এটিকে আরও ৫ বছর অর্থাৎ মোট ১০ বছর হিসাবে সঞ্চয় করতে পারেন। আর সেক্ষেত্রে এই ১৬ লাখ টাকার সুদ হিসাবে প্রতিমাসে Post office Monthly Income Scheme করলে প্রায় ১২০০০ টাকা করে পেতে পারেন।

