- Home
- Business News
- Other Business
- UPI নিয়ে বড় সিদ্ধান্ত, বদলে যাবে টাকা লেনদেনের পদ্ধতি, ঘোষণা RBI-র পক্ষ থেকে
UPI নিয়ে বড় সিদ্ধান্ত, বদলে যাবে টাকা লেনদেনের পদ্ধতি, ঘোষণা RBI-র পক্ষ থেকে
RBI রেপো রেট কমানোর পাশাপাশি UPI লেনদেনের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে, বিশেষত ব্যক্তি থেকে ব্যবসায়ী লেনদেনের ক্ষেত্রে।

বর্তমানে RBI রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে জনগনকে স্বস্তি দিয়েছে। স্বস্তি পেয়েছেন যাদের হোম লোন, গাড়ি লোন অথবা কোনও রকম ব্যাঙ্ক লোন আছে।
এবার UPI নিয়ে বড় সিদ্ধান্ত নিল RBI। এবার থেকে বদলে যাবে টাকা লেনদেনের পদ্ধতি।
এবার থেকে বাড়তে চলেছে UPI লেনদেনের সীমা। এই কারণে নেওয়া হয়েছে নয়া পদক্ষেপ।
ডিজিটাল পেমেন্ট প্রচারের জন্য এনপিসিআই-কে (NPCI) ইউপিআই-র মাধ্যমে ব্যক্তি থেকে ব্যবসায়ী লেনদেনের সীমা নির্ধারণ করার ক্ষমতা দেওয়া হয়েছে।
বর্তমানে ব্যক্তি থেকে ব্যক্তি এবং ব্যক্তি থেকে ব্যবসায়ী পেমেন্টের সীমা ১ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে তবে কিছু বিশেষ ক্ষেত্রে ব্যক্তি থেকে ব্যবসায়ী এই সীমা ২ লক্ষ টাকা এবং ৫ লক্ষ টাকা হবে।
এখন NCPI তার সীমা নির্ধারণের অধিকার পেয়েছে। ফলে বদল হতে চলেছে নিয়ম।
গভর্নর সঞ্জয় মালহোত্রা আরও বলেন, উচ্চ সীমার সঙ্গে সম্পর্কিত ঝুঁকি কমাতে যথাযথ নিরাপত্তা গ্রহণ করা হবে।
NCPI কর্তৃত ঘোষিত সীমার মধ্যে ব্যাঙ্কগুলোর নিজস্ব অভ্যন্তরীন সীমা নির্ধারণের অধিকার অব্যাহত থাকবে।
কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, ইউপিআই-তে P2P লেনদেনের সীমা আগের মতো ১ লক্ষ থাকবে।
সব মিলিয়ে UPI পেমেন্টের সীমা নিয়ে বড় সিদ্ধান্ত লিন RBI। শীঘ্রই ঘটবে বদল। বদল হবে টাকার লেনদেন পদ্ধতি।

