সংক্ষিপ্ত

এ মাসে একের পর ছুটি রয়েছে বলেই জানা যাচ্ছে। কোন রাজ্যে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক? দেখে নেওয়া যাক।

 

চলতি সপ্তাহেই টানা বন্ধ থাকবে ব্যাঙ্ক। মঙ্গলবারের পর আরও তিনদিন বন্ধ থাকতে পারে পরিষেবা। এপ্রিল মাসের শুরুতেই একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই গত মঙ্গলবার মহাবীর জয়ন্তীর কারণে গুজরাট, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, তামিলনাড়ু, রাজস্থান, উত্তরপ্রদেশ, নয়াদিল্লি, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মতো রাজ্যে বন্ধ ছিল ব্যাঙ্ক। গত বুধবার বাবু জগজীবন রামের জন্মদিন উপলক্ষে হায়দরাবাদে ব্যাঙ্ক বন্ধ ছিল। এছাড়াও এ মাসে একের পর ছুটি রয়েছে বলেই জানা যাচ্ছে। কোন রাজ্যে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক? দেখে নেওয়া যাক।

কবে কবে বন্ধ ব্যাঙ্ক?

এই সপ্তাহেই আগামী ৭ এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। আগামী শনিবারও মাসের দ্বিতীয় শনিবার হিসেবে ব্যাঙ্ক বন্ধ থাকবে। অতএব শুক্র থেকে রবি টাকা তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

কোন কোন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে?

গুড ফ্রাইডে উলপক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে বাংলার পাশাপাশি ত্রিপুরা, গুজরাট, অসম, রাজস্থান, জম্মু, হিমাচল প্রদেশ, শ্রীনগর। শনিবার মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় সব রাজ্যেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।

কবে কবে বন্ধ ব্যাঙ্ক?

  • ৭ এপ্রিল - গুড ফ্রাইডে
  • ৮ এপ্রিল - মাসের দ্বিতীয় সোমবার
  • ৯ এপ্রিল - রবিবার
  • ১৪ এপ্রিল - ডক্টর বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী, বোহাগ বিহু, চেরাওবা, বৈশাখী, তামিল নববর্ষ, মহা বিসুভা সংক্রান্তি
  • ১৫ এপ্রিল - বাংলা নববর্ষ
  • ১৮ এপ্রিল -জম্মু ও শ্রীনগরে শব-ল-কদর
  • ২১ এপ্রিল - ইদ-উল-ফিতর (রমজান ঈদ)
  • ২২ এপ্রিল - রমজান ঈদ (ঈদ-উল-ফিতর) এবং চতুর্থ শনিবার।
  • ২৩ এপ্রিল - রবিবার

অন্যদিকে সাধারণ মানুষের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হস্পতিবার বেলা ১০টায়, ২০২৩-২৪-এর অর্থবর্ষে রেপো রেট বাড়ানো থেকে বিরত থাকার কথা ঘোষণা করলেন গভর্নর শক্তিকান্ত দাস। ৩ দিনের মানিটরি পলিসি কমিটির বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সুদের হারে ভারতের ব্যাঙ্কগুলি RBI-এর থেকে লোন নেয় সেই সুদের হারকেই রেপো রেট বলে। এই রেপো রেট বৃদ্ধি পেলে ব্যাঙ্ক লোন মহার্ঘ হয়ে ওঠে। কারণ আরবিআই-এর রেপো রেট বৃদ্ধি পেলে ব্যাঙ্কগুলিও লোনের উপর সুদের হার বৃদ্ধি করে।

আরও পড়ুন - 

রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণায় ২০২৪ অর্থবর্ষে স্বস্তি পাবেন সাধারণ মানুষ, রেপো রেট না বাড়ানোর সিদ্ধান্ত গভর্নরের

'তাজমহল-কুতুব মিনার ধ্বংস করে মন্দির তৈরি করুন'- মোদীর কাছে দাবি বিজেপি বিধায়কের, শুরু তোলপাড়

চলতি মাসেই ভারতীয় সেনাবাহিনীতে কমিশন পাবেন মহিলা অধিকারিকরার , জানুন তাদের কাজের পরিধি