- Home
- Business News
- Other Business
- Multibagger Stock Highest Return: মাত্র ১১ টাকার স্টক দিচ্ছে লক্ষ লক্ষ টাকা রিটার্ন! কুবেরের খনি?
Multibagger Stock Highest Return: মাত্র ১১ টাকার স্টক দিচ্ছে লক্ষ লক্ষ টাকা রিটার্ন! কুবেরের খনি?
Multibagger Stock Highest Return: আজকাল বহু মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন (share bazar khobor)।

অবশ্যই লাভের মুখ দেখা সম্ভব
শেয়ার বাজারে বিনিয়োগ আজকাল খুবই পরিচিত একটা বিষয়। ভালো রিটার্নের আশায়, বহু মানুষ আজকাল শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন (share market today live)। সঠিক পদ্ধতি মেনে এবং নির্দিষ্ট পরিমাণে যদি বিনিয়োগ করা যায়, তাহলে অবশ্যই লাভের মুখ দেখা সম্ভব বলেই মনে করেন বিশেষজ্ঞরা (share market investment tips)।
বিপুল পরিমাণ মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে
সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘমেয়াদের বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। শেয়ার বাজারে এমন একাধিক স্টক রয়েছে, যে স্টকগুলিতে বিনিয়োগ করে বিপুল পরিমাণ টাকা ঘরে তুলেছেন অনেকেই (multibagger stocks in 2025)।নির্দিষ্ট সময় ধরে, এই ধরনের স্টকে বিনিয়োগ করতে পারলে বিপুল পরিমাণ মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে (multibagger stocks for 2025 in india)। এগুলিকে বলা হয় মাল্টিব্যাগার স্টক।
বিনিয়োগকারীদের প্রায় ২০০০% রিটার্ন দিয়েছে
আজ এইরকমই একটি স্টক নিয়ে কথা বলব। যেটির দাম ১১ টাকা থেকে এখন ২৯০ টাকায় পৌঁছে গেছে। এটি মূলত একটি ডিফেন্স স্টক। যে শেয়ারটি গত পাঁচ বছরে, বিনিয়োগকারীদের প্রায় ২০০০% রিটার্ন দিয়েছে। তার মধ্যে গত ৬ মাসে, এটি দ্বিগুণ রিটার্ন এনে দিয়েছে (multibagger penny stocks for 2025)। এই স্টকটির নাম হল অ্যাপোলো মাইক্রো সিস্টেমস (apollo micro systems share price)। এটি ইলেকট্রনিক্স এবং ইলেক্ট্রোমেকানিক্যাল সিস্টেম তৈরি করে থাকে।
২৪ লক্ষ টাকারও বেশি
গত পাঁচ বছরে, এই স্টকটি পুরোপুরিভাবে মাল্টিব্যাগার হয়ে উঠেছে। সেই সময়, শেয়ারটির দাম ছিল মাত্র ১১ টাকা কিন্তু বর্তমানে এটির দাম ২৯০ টাকাতে পৌঁছে গেছে। অ্যাপোলো মাইক্রো সিস্টেমসের শেয়ার গত পাঁচ বছরে, ২৩২৩% রিটার্ন দিয়েছে (apollo micro systems share price nse)। অর্থাৎ, পাঁচ বছর আগে যদি কোনও বিনিয়োগকারী এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ সেই মূল্য গিয়ে দাঁড়াত ২৪ লক্ষ টাকারও বেশি। আর এক বছরের নিরিখে, এটি প্রায় ১৭২% রিটার্ন এনে দিয়েছে ইনভেস্টরদের।
বাজার মূলধন ৯২৪০ কোটি টাকাতে পৌঁছে গেছে
মঙ্গলবার, শেয়ারটি ২৭৫.২৫ টাকায় লেনদেনের জন্য বাজারে খুলেছিল। তারপরে তা আরও বৃদ্ধি পেয়ে ২৯০.৮০ টাকাতে পৌঁছেছে। এদিকে সংস্থাটির শেয়ারের এই বিপুল বৃদ্ধির কারণে, বাজার মূলধন ৯২৪০ কোটি টাকাতে পৌঁছে গেছে। এই কোম্পানিটি জলের নীচে ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম, সাবমেরিন সিস্টেম, এভিওনিক সিস্টেম এবং সেই সম্পর্কিত প্রোডাক্টের ডিজাইন, সাপ্লাই এবং ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত (share market today live)।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

