
Mutual Fund Investment: SIP না Lump Sum, কোনটা বেশি লাভজনক? জানতে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২০
দীর্ঘ মেয়াদে SIP নাকি এক লপ্তে (Lump Sum) বিনিয়োগ করলে বেশি ভালো রিটার্ন পাওয়া যায়, এই প্রশ্ন আমাদের বহু দর্শক করেছেন। আজকের বিনিয়োগে বসতে লক্ষ্মী-র পর্বে আমরা মূলত এটা নিয়েই আলোচনা করব।
SIP সহি হ্যায়। বিজ্ঞাপনের দৌলতে এখন এই সংলাপ আম আদমির মুখে মুখে। দীর্ঘ মেয়াদে SIP নাকি এক লপ্তে (Lump Sum) বিনিয়োগ করলে বেশি ভালো রিটার্ন পাওয়া যায়, এই প্রশ্ন আমাদের বহু দর্শক করেছেন। আজকের বিনিয়োগে বসতে লক্ষ্মী-র পর্বে আমরা মূলত এটা নিয়েই আলোচনা করব। বিনিয়োগ সংক্রান্ত যে কোনও প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই করতে পারেন, আমরা তার যথা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব।