- Home
- Business News
- Other Business
- Mutual Fund: ২৫ শতাংশ রিটার্ন হাতের মুঠোয়! সেরা পাঁচ মিউচুয়াল ফান্ড কোনগুলি জানেন?
Mutual Fund: ২৫ শতাংশ রিটার্ন হাতের মুঠোয়! সেরা পাঁচ মিউচুয়াল ফান্ড কোনগুলি জানেন?
এই মুহূর্তে মিউচুয়াল ফান্ড (Mutual Funds) বিনিয়োগের (Investment) একটি সেরা মাধ্যম।

গত পাঁচ বছরে ২৫ শতাংশ হারে রিটার্ন দিয়েছে সেরা পাঁচটি মিউচুয়াল ফান্ড
সম্প্রতি নিচের দিকে থাকলেও মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলি বাজারে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
এই ফান্ডগুলিতে বিনিয়োগ করে অনেক বেশি রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা
বিগত পাঁচ বছর ধরে বেশ কয়েকটি মিড-ক্যাপ ফান্ড ধারাবাহিকভাবে ২৫ শতাংশেরও বেশি রিটার্ন দিয়ে যাচ্ছে।
যা বিনিয়োগকারীদের জন্য অন্যতম একটি আকর্ষণীয় বিকল্প তৈরি করতে পেরেছে
এক্ষেত্রে সেরা ৫টি মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করা যেতে পারে।
আদতে মিউচুয়াল ফান্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে
মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলি তাদের মূলধনের একটি বড় অংশ মিড-ক্যাপ স্টকগুলিতে বিনিয়োগ করে থাকে।
সেই কোম্পানিগুলির বাজার মূলধন প্রায় ৫০০০-২০,০০০ কোটি টাকার মধ্যেই সাধারণত হয়ে থাকে
রিটার্ন সহ সেরা ৫টি মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ড রয়েছে।:যেগুলি গত পাঁচ বছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে।
কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড
পাঁচ বছরে ডিরেক্ট রিটার্ন (AUM) ৩১.২৬%। অর্থাৎ, ৮৫০৩ কোটি টাকা। অন্যদিকে, সর্বশেষ NAV ২৩২.৭৯ টাকা।
মতিলাল ওসওয়াল মিডক্যাপ ফান্ড
পাঁচ বছরে ডিরেক্ট রিটার্ন (AUM) ২৮.৯৭%। অর্থাৎ, ২৫,২৮০ কোটি টাকা। অন্যদিকে, সর্বশেষ NAV ১১১.১০ টাকা।
এডেলউইস মিড ক্যাপ ফান্ড
পাঁচ বছরে ডিরেক্ট রিটার্ন (AUM) ২৭.৫২%। অর্থাৎ, ১১,৭২০ কোটি টাকা। অন্যদিকে, সর্বশেষ NAV ৯২.৩৯ টাকা।
HDFC মিড-ক্যাপ সুযোগ তহবিল
পাঁচ বছরে ডিরেক্ট রিটার্ন (AUM) ২৬.৬৬%। অর্থাৎ, ৭৪,১৯৩ কোটি টাকা। অন্যদিকে, সর্বশেষ NAV ১৯৬.৬৩ টাকা।
মাহিন্দ্রা ম্যানুলাইফ মিড ক্যাপ ফান্ড
পাঁচ বছরে ডিরেক্ট রিটার্ন (AUM) ২৫.৯৪%। অর্থাৎ, ৩৩৫২ কোটি টাকা। অন্যদিকে, সর্বশেষ NAV ৩৪.৭৬ টাকা।
Disclaimer: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। তাই অবশ্যই বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।