সংক্ষিপ্ত

মার্কেটে তো অনেকেই ইনভেস্ট করা থাকেন। 

এই যেমন ধরা যাক, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের কথা (HDFC Flexi Cap Fund)। যে ফান্ডটি সফলভাবে ৩০ বছর সম্পন্ন করল। এখানে এক লক্ষ টাকার এককালীন বিনিয়োগ করে ২ কোটি টাকার রিটার্ন অবধি পেয়েছেন বিনিয়োগকারীরা।

কারণ, এটি একটি ওপেন এন্ডেড ডায়নামিক ইকুইটি স্কিম। এই মিউচুয়াল ফান্ডটি মূলত লার্জক্যাপ, মিডক্যাপ এবং স্মলক্যাপ স্টকগুলিতে বিনিয়োগ করে থাকে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের অন্যতম সেরা একটি ইকুইটি স্কিম। যেটি জনপ্রিয় মিউচুয়াল ফান্ড হাউজটির একটি চতুর্থ ইকুইটি মিউচুয়াল ফান্ড স্কিম। যেটি মোট ৩০ বছর ধরে সক্রিয় রয়েছে।

বিগত ৩০ বছর ধরে এই ফান্ডটি একাধিক কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। কিন্তু তবুও ফান্ডটি দারুণভাবে ফিরেও এসেছে এবং দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। আর ঠিক সেই কারণেই, এই ধরনের দুর্দান্ত রিটার্ন অফার করেছে এই ফান্ডটি এবং বিনিয়োগকারীদের মধ্যে ইনভেস্টমেন্টের একটি নির্ভরযোগ্য বিকল্পও হয়ে উঠেছে।

সাম্প্রতিক সময়ে একাধিক মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের বেশ চমকপ্রদ রিটার্ন অফার করেছে। এমনকি, সেইসব ফান্ডগুলিতে বিনিয়োগ করে দুর্দান্ত মুনাফা লাভ করেছেন ইনভেস্টররা। এবার এই মেয়াদেই বিনিয়োগকারীদের চমকপ্রদ রিটার্ন এনে দিয়েছে এই মিউচুয়াল ফান্ডটিও। যারা ফান্ডটি তৈরির সময় বিনিয়োগ করেছিলেন, তারা সকলেই প্রায় কোটিপতি হয়ে উঠেছেন।

ফান্ডটির সূচনার সময় থেকে কেউ যদি এটিতে ১০,০০০ টাকার এসআইপি করে থাকেন, তাহলে ২০২৪ সালের ২৯ নভেম্বর পর্যন্ত তাঁর প্রাপ্য রিটার্নের পরিমাণ হবে ২০.৬৫ কোটি টাকা। মোট বিনিয়োগের পরিমাণ ৩৫.৯০ লক্ষ টাকা।

অর্থাৎ, ১০,০০০ টাকার এসআইপির মাধ্যমে ৩৫.৯০ লক্ষ টাকা বিনিয়োগ করে মোট ২০ কোটিরও বেশি রিটার্ন পাচ্ছেন বিনিয়োগকারী। 

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই সর্বদা বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।