- Home
- Business News
- Other Business
- Mutual Fund: এমন তিনটি মিউচুয়াল ফান্ড, যা করছে বাজিমাৎ! বিনিয়োগকারীদের জন্য বিশাল রিটার্ন
Mutual Fund: এমন তিনটি মিউচুয়াল ফান্ড, যা করছে বাজিমাৎ! বিনিয়োগকারীদের জন্য বিশাল রিটার্ন
| Published : Dec 27 2024, 02:06 PM IST
Mutual Fund: এমন তিনটি মিউচুয়াল ফান্ড, যা করছে বাজিমাৎ! বিনিয়োগকারীদের জন্য বিশাল রিটার্ন
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
আর সেই জায়গায় দাঁড়িয়েই, এমন কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে,
যেগুলি থেকে মিলেছে বিরাট অঙ্কের রিটার্ন।
210
বাজারে এমনিতে উত্থান-পতন লেগেই থাকে
তবে কিছু লার্জক্যাপ ফান্ডে রিটার্নের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী এবং ইতিবাচক প্রভাব দেখা যায়।
310
লার্জক্যাপ ক্যাটেগরিতে মিউচুয়াল ফান্ডগুলি
গড়ে এক বছরে প্রায় ৯.০৪%, ৩ বছরে ১৫.৫৬% এবং ৫ বছরে ১৬.১৭% রিটার্ন মিলেছে।
410
ICICI Prudential 22 FoF Direct- Growth
গত ২০১৮ সাল থেকে, এই ফান্ডটি থেকে ১৯.০৭% হারে রিটার্ন পেয়েছেন ইনভেস্টররা।
510
তাহলে মোট ৩ বছরে এই ফান্ডটি থেকে মাসে ২৩,৪৫৬ টাকা করে SIP করলে,
রিটার্ন পাওয়া যেতে পারে মোট ১৪ লক্ষ ৭৯ হাজার টাকা। অর্থাৎ, প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে বিনিয়োগ।
610
Nippon India Large Cap Fund Direct - Growth
এই ফান্ডটি থেকে একইভাবে ২৩,৪৫৬ টাকার SIP করলে রিটার্ন আসত মোট ১২ লক্ষ ৬৩ হাজার টাকা।
710
অর্থাৎ, এই ফান্ডে বিনিয়োগ করে হাসি ফুটেছে অনেকের মুখে
বিরাট রিটার্ন পেয়েছেন তারা।
810
ICICI Pruential Nifty Next 50 Index Direct Growth
এই ফান্ডটিও বেশ জনপ্রিয়।
910
কারণ, এটি থেকে ১৫.৭৩% হারে মুনাফা এসেছে
এই ফান্ডটিতে ৩ বছরে ২৩,৪৫৬ টাকার SIP করলে, রিটার্ন আসত মোট ১৩ লক্ষ টাকা।
1010
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়
তাই ইনভেস্ট করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন।