- Home
- Business News
- Other Business
- Mutual Fund: এমন তিনটি মিউচুয়াল ফান্ড, যা করছে বাজিমাৎ! বিনিয়োগকারীদের জন্য বিশাল রিটার্ন
Mutual Fund: এমন তিনটি মিউচুয়াল ফান্ড, যা করছে বাজিমাৎ! বিনিয়োগকারীদের জন্য বিশাল রিটার্ন
যারা বাজারে বিনিয়োগ করে থাকেন, তাদের মধ্যে অনেকেই কম ঝুঁকিতে বেশি রিটার্ন পেতে চান।
110

Image Credit : Freepik@WhoisDanny
আর সেই জায়গায় দাঁড়িয়েই, এমন কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে,
যেগুলি থেকে মিলেছে বিরাট অঙ্কের রিটার্ন।
210
Image Credit : Freepik@creativaimages
বাজারে এমনিতে উত্থান-পতন লেগেই থাকে
তবে কিছু লার্জক্যাপ ফান্ডে রিটার্নের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী এবং ইতিবাচক প্রভাব দেখা যায়।
310
Image Credit : Freepik@sitthiphong
লার্জক্যাপ ক্যাটেগরিতে মিউচুয়াল ফান্ডগুলি
গড়ে এক বছরে প্রায় ৯.০৪%, ৩ বছরে ১৫.৫৬% এবং ৫ বছরে ১৬.১৭% রিটার্ন মিলেছে।
410
Image Credit : Freepik@slotpom
ICICI Prudential 22 FoF Direct- Growth
গত ২০১৮ সাল থেকে, এই ফান্ডটি থেকে ১৯.০৭% হারে রিটার্ন পেয়েছেন ইনভেস্টররা।
510
Image Credit : Freepik@defstock
তাহলে মোট ৩ বছরে এই ফান্ডটি থেকে মাসে ২৩,৪৫৬ টাকা করে SIP করলে,
রিটার্ন পাওয়া যেতে পারে মোট ১৪ লক্ষ ৭৯ হাজার টাকা। অর্থাৎ, প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে বিনিয়োগ।
610
Image Credit : iSTOCK
Nippon India Large Cap Fund Direct - Growth
এই ফান্ডটি থেকে একইভাবে ২৩,৪৫৬ টাকার SIP করলে রিটার্ন আসত মোট ১২ লক্ষ ৬৩ হাজার টাকা।
710
Image Credit : FREEPIK
অর্থাৎ, এই ফান্ডে বিনিয়োগ করে হাসি ফুটেছে অনেকের মুখে
বিরাট রিটার্ন পেয়েছেন তারা।
810
Image Credit : our own
ICICI Pruential Nifty Next 50 Index Direct Growth
এই ফান্ডটিও বেশ জনপ্রিয়।
910
Image Credit : Social Media
কারণ, এটি থেকে ১৫.৭৩% হারে মুনাফা এসেছে
এই ফান্ডটিতে ৩ বছরে ২৩,৪৫৬ টাকার SIP করলে, রিটার্ন আসত মোট ১৩ লক্ষ টাকা।
1010
Image Credit : social media
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়
তাই ইনভেস্ট করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
Latest Videos