
কোটিপতি হওয়ার রাস্তা দেখাতে পারে Mutual Fund!!! বিনিয়োগে বসতে লক্ষ্মী - পর্ব ৭
বাজারে এত মিউচুয়াল ফান্ডের ভিড়ে আপনি কোনটি বেছে নেবেন? ভালো মিউচুয়াল ফান্ড বাছার সঠিক মাপকাঠি কী? আজ বিনিয়োগে বসতে লক্ষ্মীর সপ্তম পর্বে আমরা এই বিষয়ে আলোচনা করব।
অসুস্থ হলে চিকিৎসকের কাছে যেতে হয়। এটা আমরা সকলেই জানি। কারণ তিনি স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ। তেমনই বিনিয়োগ (Investment Tips) করার আগেও বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। আপনি নিজে যদি এ বিষয়ে পারদর্শী হল তবে আলাদা বিষয়। তবে জানেন কি, কোনও ডাক্তার নিজে নিজের চিকিৎসা করেন না। ভরসা রাখেন অন্য চিকিৎসকের উপর। সে জন্য শেয়ার মার্কেটের (Share Market) সমুদ্রে অনেকে গা ভাসানোর চেয়ে অপেক্ষাকৃত অনেক নিরাপদ বিনিয়োগের মাধ্যম মিউচুয়াল ফান্ডকে (Mutual Fund) বেছে নেন। কারণ এখানে অভিজ্ঞ বিশেষজ্ঞরা ফান্ড পরিচালনা করে থাকেন। কিন্তু বাজারে এত মিউচুয়াল ফান্ডের ভিড়ে আপনি কোনটি বেছে নেবেন? ভালো মিউচুয়াল ফান্ড বাছার সঠিক মাপকাঠি কী? আজ বিনিয়োগে বসতে লক্ষ্মীর সপ্তম পর্বে আমরা এই বিষয়ে আলোচনা করব।