- Home
- Business News
- Other Business
- Pay Commission: আরও দুইবার DA-এর পরই কি নতুন বেতন কমিশন? তথ্য দিলেন রাজ্য সরকরি কর্মী
Pay Commission: আরও দুইবার DA-এর পরই কি নতুন বেতন কমিশন? তথ্য দিলেন রাজ্য সরকরি কর্মী
- FB
- TW
- Linkdin
কেন্দ্র সরকারি কর্মীদের জন্য সুখবর
কেন্দ্রীয় সরকারি কর্মীরা প্রচুর প্রচুর টাকা হতে পাবেন। আরও দুটি মহার্ঘ ভাতা ব ডিয়ারনেস অ্যালোয়েন্স বা ডিএ বৃদ্ধির পরই তৈরি হবে নতুন বা অষ্টম পে কমিশন।
কাউন্টডাউন শুরু
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর মোটামুটি বছরখানেক অপেক্ষা করলেই নয়া বেতন কমিশন কার্যকর হয়ে যাবে। অর্থাৎ মাঝে মাত্র এক বছরের অপেক্ষা। তারপরই হাতে আসবে প্রচুর টাকা।
জানিয়েছেন
কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই বেতন বৃদ্ধির কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকরি কর্মচারী ফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক ময়ল মুখোপাধ্যায়।
২০২৬ সালে নতুন পে কমিশন
২০২৪ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে ডিএ বাড়ল, তার ফলে তাঁরা ১৮ কিস্তির মহার্ঘ ভাতা দেওয়া হল। আর দুটি কিস্তির ডিএ পাবেন তাঁরা। আর তারপর ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে।
এখন সপ্তম বেতন কমিশন
আপাতত কেন্দ্রীয় সরকারী কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন বা মহার্ঘ ভাতা পাচ্ছেন।
বুধবার ডিএ বৃদ্ধি
গত বুধবার তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা বেড়েছে কেন্দ্রীয় সরকারী কর্মীদের। এই ঘোষণার ফলে ২০২৪ সালের ১ জুনাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশ।
বছরে দুইবার মহার্ঘ ভাতা
কেন্দ্রীয় সরকারী কর্মীরা সাধারণত বছরে দুইবার মহার্ঘ ভাতা পান। একবার জানুয়ারিতে। অন্যটি জুলাইয়ে।
২০২৫ সালেও ২বার ডিএ পাবেন
২০২৫ সালের জানুয়ারিতে ফের ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আর তারপর জুলাইয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হবে।
অষ্টম বেতন কমিশন কবে থেকে
কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেনি।
রাজ্য সরকারের বেতন
পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন দেয়। কবে থেকে সপ্তম বেতন কমিশন কর্যকর হবে তা জানায়নি।