- Home
- Business News
- Other Business
- শিঘ্রই ২৭৫৯০-এ পৌঁছতে পারে নিফটি! কোন কোন শেয়ার কিনলে দারুণ লাভ করতে পারবেন?
শিঘ্রই ২৭৫৯০-এ পৌঁছতে পারে নিফটি! কোন কোন শেয়ার কিনলে দারুণ লাভ করতে পারবেন?
শুক্রবার শেয়ার বাজারে উত্থানের পর, বিশেষজ্ঞরা নিফটি নিয়ে আশাবাদী। তাঁদের মতে, এটি শীঘ্রই ২৭৫৯০-এ পৌঁছতে পারে, যদিও মার্কিন-চীন শুল্কযুদ্ধ ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে ২৪৮৩১-এ নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
- FB
- TW
- Linkdin
)
শুক্রবার শেয়ার বাজারের বেশ কিছুটা উত্থান হয়েছে। এরপরেই শেয়ার মার্কেট নিয়ে বেশ কিছুটা আশাবাদী বিশেষজ্ঞরা। শিঘ্রই নিফটি ২৭৫৯০-তে পৌঁছতে পারে বলে পূর্বাভাস।
এই প্রসঙ্গে ব্রোকারেজ ফার্মের বিশ্লেষক সুরেশ কুমার জানান, “ দেশীয় ব্যবসার শক্তি ও নীতিগতসমর্থন এই উর্ধ্বগতির পেছনে রয়েছে। ”
তবে বেশ কিছুটা নেমে যেতেও পারে নিফটি। তার অন্যতম কারণ মার্কিন ও চীন শুল্কযুদ্ধ ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। প্রায় ২৪৮৩১-এ নেমে যেতে পারে নিফটি।
পিএল ক্যাপিটালের প্রতিবেদন অনুযায়ী, টেলিকম, ভ্রমণ, ধাতু, হাসপাতাল ও ঔষধ খাতে লাভের বেশ সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
বিনিয়োগকারীদের নজরে রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক, মারুতি, সুজুকি ও টাইটান কোম্পানির শেয়ার।
আইআরসিটিসি ও ত্রিবেণী টারবাইন আকর্ষণীয়। তবে কমতে পারে ব্যাঙ্ক ও তেল-গ্যাসের মুনাফা।
আরবিআই রেপো রেট হ্রাস ও জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমানোর ফলে বাজারে সতর্কতা বেড়েছে।