সংক্ষিপ্ত
কলকাতা-সহ চার মেট্রো সিটিতেই অব্যহত জ্বালানির জ্বালা। কোন শহরে কত হল জ্বালানির দাম? দেখে নেওয়া যাক।
বিগত ছয় মাসের মধ্যে বিশেষ কোনও পরিবর্তন আসেনি জ্বালানির দামে। গত মে মাসে শেষ পরিবর্তন এসেছিল পেট্রল-ডিজেলের দামে। উল্লেখ্য আন্তর্জাতিক বাজারেও যথেষ্ট স্থিতিশীল কাঁচা জ্বালানির দাম। প্রায় আড়াই মাসেরও বেশি সময় ধরে অশোধিত তেলের দাম ছিল ব্যরল প্রতি ১০০ ডলারের নীচে। যেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন অশোধিত তেলের দাম পৌঁছেছিল ১৩০ ডলারের কাছে। অন্যদিকে শহরে জ্বালানির দামে বিশেষ পরিবর্তন আসেনি প্রায় বিগত সাড়ে পাঁচ মাস ধরেই। আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল হলেও দেশীয় বাজারে তাঁর বিশেষ প্রভাব পড়েনি। কলকাতা-সহ চার মেট্রো সিটিতেই অব্যহত জ্বালানির জ্বালা। কোন শহরে কত হল জ্বালানির দাম? দেখে নেওয়া যাক।
দেশের চার মাহানগরীতে আজ কত হল জ্বালানীর দাম?
কলকাতায় পেট্রল-ডিজেলের দাম
- পেট্রল - ১০৬.৩০ টাকা প্রতি লিটার
- ডিজেল - ৯২.৭৬ টাকা প্রতি লিটার
দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম
- পেট্রল - ৯৬.৭২ টাকা প্রতি লিটার
- ডিজেল - ৮৯.৬২ টাকা প্রতি লিটার
মুম্বইতে পেট্রল-ডিজেলের দাম
- পেট্রল - ১০৬.৩১ টাকা প্রতি লিটার
- ডিজেল - ৯৪.২৭ টাকা প্রতি লিটার
চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম
- পেট্রল - ১০২.৬৩ টাকা প্রতি লিটার
- ডিজেল - ৯৪.২৪ টাকা প্রতি লিটার
প্রসঙ্গত, কদিন আগেই দাম কমেছিল বানিজ্যিক এলপিজি সিলিন্ডারের। প্রত্যেক মাসের মত নভেম্বরেও বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার ও ঘরোয়া সিলিন্ডারের দাম প্রকাশ করল দেশের তেল কোম্পানিগুলি। কিন্তু গত ৩ মাসের মত এবারও আমজনতাকে হতাশ করে কমল না ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। অন্যদিকে সুখবর হোটেল, রেস্তোরাঁ মালিকদের জন্য। এক ধাক্কায় নামল বানিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। নভেম্বর থেকেই দেশের চার মেট্রো সিটি দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বইতে কার্যকর হবে নতুন দাম।
নভেম্বরের শুরুতেই সুখবর শোনাল দেশের তেল কোম্পানিগুলি। সস্তা হল বানিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার। চলতি মাস থেকেই দেশের চার মহানগরে গ্যাস সিলিন্ডারের দামে বড় পরিবর্তন। তবে এবারও হাসি ফুঁটল না মধ্যবিত্তের মুখে। নভেম্বরেও অপরিবর্তিত ঘরোয়া রান্নার গ্যাসের দাম।
আরও পড়ুন -
ফের মূল্য বৃদ্ধির আঁচ, সোমবার থেকেই দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি, কত খরচ বাড়ল? জানুন
বিয়ের মরশুমে সোনার দামে আগুন,চড়চড়িয়ে দর বাড়ছে রূপোর, কলকাতার লেটেস্ট রেট কত
এই কাজটি না করলেই আর কোনও কাজে আসবে না আপনার প্যান কার্ড,জরিমানা হতে পারে ১০০০ টাকা