- Home
- Business News
- Other Business
- PF Withdrawal Card: ATM থেকে PF-এর টাকা তোলার বিশেষ কার্ড এবার হাতে হাতে? বিরাট আপডেট
PF Withdrawal Card: ATM থেকে PF-এর টাকা তোলার বিশেষ কার্ড এবার হাতে হাতে? বিরাট আপডেট
পিএফ অ্যাকাউন্টের (PF Account) টাকা যে এটিএম (ATM) থেকে তোলা যাবে, সেটা আগেই জানা গেছিল।

PF Withdrawal Card: এবার সেই টাকা তোলার জন্য হাতে আসতে চলেছে বিশেষ কার্ড
এই কার্ড দিয়ে যে কোনও সময় এটিএম থেকে পিএফ অ্যাকাউন্টের (PF Account) টাকা তুলতে পারবেন গ্রাহকরা।
প্রসঙ্গত, এটিএম থেকে যে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা যাবে, তা আগেই ঘোষণা করেছিল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক
আর এবার শ্রম মন্ত্রকের সূত্র মারফৎ জানা যাচ্ছে, আগামী জুন মাস থেকেই এই ব্যবস্থা কার্যকরী হতে চলেছে (PF Withdrawal ATM Card)।
আগামী জুন মাসের পর একটি বিশেষ উইথড্রয়াল কার্ড দেবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)
সেই কার্ডগুলি দেখতে হবে পুরো এটিএম কার্ডের মতোই।
সেই কার্ড দিয়েই যে কোনও সময় এটিএম থেকে পিএফ অ্যাকাউন্টের টাকা তোলা যাবে
ইতিমধ্যেই আইটি সিস্টেমের উন্নয়নের কথা মাথায় রেখে কাজ শুরু করে দিয়েছে ইপিএফও কর্তৃপক্ষ।
যাতে এই নতুন পরিষেবা পেতে কর্মীদের কোনওরকম অসুবিধা না হয়
তবে প্রত্যেকটি লেনদেনে ঠিক কত টাকা করে তোলা যাবে এবং টাকা তোলার সর্বাধিক সীমা কত হবে, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।
এমনিতেই প্রভিডেন্ট ফান্ডের টাকা হাতে পেতে বেশ খানিকটা সময় লেগে যায়
তাছাড়া প্রক্রিয়াটাও বেশ জটিল (PF Withdrawal Debit Card)।
কিন্তু EPFO ATM কার্ড চালু হলে গোটা প্রক্রিয়াটাই সহজ হয়ে যাবে
কারণ, গ্রাহকদের আর ওয়েবসাইটে আবেদন করে বসে থাকার দরকার নেই।
যে কোনও সময়ে এবং যে কোনও জায়গা থেকেই টাকা তুলতে পারবেন গ্রাহকরা
স্বাভাবিকভাবেই, সময়ও অনেকটা বেঁচে যাবে।
বাস্তব অর্থেই চালু হতে চলেছে EPFO 3.0 Version
যার ফলে, এটিএম থেকে সরাসরি পিএফ অ্যাকাউন্টের টাকা তুলতে পারবেন কর্মীরা।
শুধু তাই নয়, কর্মীদের দেওয়া হবে ইপিএফও উইথড্রয়াল কার্ড
এটি পুরো ডেবিট কার্ডের মতোই কাজ করবে।
অর্থাৎ, এটিএম থেকে পিএফ অ্যাকাউন্টের টাকা তোলার জন্য এই কার্ডটিই ব্যবহার করতে হবে কর্মীদের
যে সমস্ত কর্মীদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে, তাদের প্রত্যেককেই এই উইথড্রয়াল কার্ড দেওয়া হবে বলে খবর।
আগামী জুন মাসের পর, এই কার্ড ইস্যু করা শুরু করবে ইপিএফও
সূত্র মারফৎ জানা যাচ্ছে, এটিএম থেকে পিএফ অ্যাকাউন্টের ৫০ শতাংশ টাকা তুলতে পারবেন কর্মীরা।
এমনই নিয়ম চালু হতে পারে বলে খবর
তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি ইপিএফও।
তবে শোনা যাচ্ছে যে,
খুব তাড়াতাড়ি এই বিষয়টি নিয়ে দিনক্ষণ জানিয়ে দেওয়া হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

