- Home
- Business News
- Other Business
- Post Office Scheme: কয়েক মাসেই ডাবল টাকা! মিলছে এফডি-র থেকেও বেশি সুদ! দুর্দান্ত স্কিম পোস্ট অফিসের
Post Office Scheme: কয়েক মাসেই ডাবল টাকা! মিলছে এফডি-র থেকেও বেশি সুদ! দুর্দান্ত স্কিম পোস্ট অফিসের
যারা নিশ্চিত বা ঝুঁকিমুক্ত বিনিয়োগ (Investment) করতে চান এবং মোটা অঙ্কের ফান্ড গড়ে তুলতে চান, তাদের জন্য পোস্ট অফিসের একটি বিশেষ স্কিম দারুণ কার্যকরী হতে পারে। এই স্কিমে মিলবে ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি সুদ। কয়েক মাসে ডাবল হবে টাকা।

ভারতীয় ডাক বিভাগ জনকল্যাণমূলক উদ্দেশ্যে এক এক সময় নতুন প্রকল্পের সূচনা করে। যার সুবিধার দেশের সাধারণ থেকে মধ্যবিত্ত পরিবার পেয়ে থাকে।
ভারতীয় ডাক বিভাগ যেহেতু সরকারি সংস্থা তাই অন্যান্য বেসরকারি সংস্থাগুলোর তুলনায় এর নির্ভরশীলতা অনেক বেশি। তাই অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ভারতীয় ডাক বিভাগকেই সকলে বেছে নেয়।
যারা নিশ্চিত বা ঝুঁকিমুক্ত বিনিয়োগ (Investment) করতে চান এবং মোটা অঙ্কের ফান্ড গড়ে তুলতে চান, তাদের জন্য পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra) হতে পারে সেরা বিকল্প।
এই স্কিমে বর্তমানে ৭.৫% হারে সুদ দেওয়া হয়। ফলে মাত্র কয়েক মাসেই টাকা দ্বিগুণ হয়ে যাচ্ছে।
কিষান বিকাশ পত্র স্কিম হলে ভারত সরকারের একটি নিশ্চিত বিনিয়োগের প্রকল্প। হ্যাঁ, মূলত কৃষকদের লক্ষ্য করেই এই প্রকল্প চালু করা।
তবে এখন এই স্কিমে দেশের যেকোনো নাগরিকই বিনিয়োগ করতে পারে। আর এই স্কিমের সবথেকে বড় বৈশিষ্ট্য, নির্দিষ্ট সময় পর এখানে টাকা দ্বিগুণ হয়ে যায়। এমনকি এখানে রিটার্নের নিশ্চয়তা ১০০%।
জানা যাচ্ছে, বর্তমানে KVP স্কিমে ৭.৫% হারে বার্ষিক সুদ দেওয়া হয়। আর মাত্র ১১৫ মাস বা ৯ বছর ৭ মাসে টাকা দ্বিগুণ হয়ে যায়। অন্যান্য ব্যাঙ্কগুলি যেখানে ৫ বছরের এফডিতে মাত্র ৬.৫% থেকে ৭.১৫% হারে সুদ দিয়ে টাকা দ্বিগুণ করাচ্ছে ১০ বছরের বেশি সময় ধরে, সেখানে এই স্কিম অনেকটাই এগিয়ে।
এই স্কিমে বিনিয়োগ করতে গেলে 18 বছর বয়স হতে হয়। এমনকি যে কেউ একক বা যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারে। পাশাপাশি অপ্রাপ্তবয়স্করাও এখানে বিনিয়োগ করতে পারে। তবে সেক্ষেত্রে অভিভাবক দরকার হয়।
এই স্কিমের সার্টিফিকেট বাবদ ১০০০ টাকা, ৫০০০ টাকা, ১০ হাজার টাকা এবং ৫০ হাজার টাকা পাওয়া যায়। তবে যত খুশি পরিমাণে বিনিয়োগ করা যায়।
কিন্তু মনে রাখতে হবে যে, এই স্কিমে Section 80C-র আওতায় কর ছাড় পাওয়া যায় না। সুতরাং সুদের উপর অতিরিক্ত কর প্রযোজ্য হবে।

