বিনিয়োগের আগে Risk Profiling ভীষণ গুরুত্বপূর্ণ! না হলে বিপদ, দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২৬

বিনিয়োগের আগে অবশ্যই রিস্ক প্রোফাইলিং করিয়ে নেওয়া প্রয়োজন। না হলে আপনি আর আপনার বিনিয়োগ চলবে সম্পূর্ণ ভিন্ন পথে।

Share this Video

যে কোনও বিনিয়োগ করার আগে সব দিক খতিয়ে দেখা খুব গুরুত্বপূর্ণ। আর সেটা যদি শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত হয়, তাহলে তো কথাই নেই। বিনিয়োগের আগে অবশ্যই রিস্ক প্রোফাইলিং করিয়ে নেওয়া প্রয়োজন। না হলে আপনি আর আপনার বিনিয়োগ চলবে সম্পূর্ণ ভিন্ন পথে। হতে পারে, পথের শেষে যে গন্তব্যে পৌঁছলেন তা একেবারেই কাঙ্ক্ষিত ছিল না। এ বিষয়ে কথা বলুন আপনার আর্থিক পরামর্শদাতার সঙ্গে। যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গেও, আমরা যথাযথভাবে সাহায্য করার চেষ্টা করব। আজ বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্বে শেয়ার মার্কেট যাত্রার আগে সিট বেল্ট পরানো হবে। তাই দেখতে ভুলবেন না।

Related Video