কিয়োসাকি এই ধসের বিষয় উল্লেখ করে বলেছেন, রিচ ড্যা প্রফেসি-২০১৩ তে আমি আগেই সতর্ক করেছিলাম যে ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার ধস আসতে চলেছে। এই ধস নামার সম্ভাবনা ২০২৫ এ ফেব্রুয়ারি মাসেই।তবে এর ফলে কিছু ভালো দিক দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার বাজারে বিনিযোগকারীদের জন্য এই খবর চিন্তার ভাঁজ ফেলতে পারে । তাই বিনিয়োগকারীদের অবশ্যই এখন থেকে সতর্ক হওয়া দরকার ।বিশ্বের নামকরা এবং বেস্ট সেলার বই রিচ ড্যাড পুওর ড্যাড ( rich dad poor dad) এর লেখক এবং মার্কিন উদ্যোক্তা রবার্ট কিওসাকি শেয়ার বাজার নিয়ে ইতিমধ্যেই একটি বড় ভবিষ্যৎবাণী করেছেন। যার ফলে চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা বিশ্বজুড়ে । প্রখ্যাত লেখক কিওসাকি ভবিষ্যৎবাণী করেছেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেয়ার বাজারে সবচেয়ে বড় ধস নামবে। যা ইতিহাসে প্রায় বিরল ।

মার্কিন উদ্যোক্তা কিওসাকি টুইটারে লিখেছেন, শেয়ারবাজারে সবচেয়ে বড় ধস নামতে পারে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই। সবচেয়ে বড় বিষয় হল, কিওসাকি ২০১৩ সালে তার নিজের লেখা রিচ ড্যাড প্রফেসি বইতে এ বিষয় নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন।

কিয়োসাকি এই ধসের বিষয় উল্লেখ করে বলেছেন, রিচ ড্যা প্রফেসি-২০১৩ তে আমি আগেই সতর্ক করেছিলাম যে ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার ধস আসতে চলেছে। এই ধস নামার সম্ভাবনা ২০২৫ এ ফেব্রুয়ারি মাসেই।তবে এর ফলে কিছু ভালো দিক দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। তার মতে, এই ধসের ফলে বাজারে অনেক কিছুই সস্তা হয়ে যাবে।এই সময় অন্যভাবে বিনিয়োগের চিন্তা করতে হবে। এই ধসের ফলে গাড়ি ও বাড়ির দাম সস্তা হতে পারে।

এই সময় ক্রিপ্টো, গোল্ড এবং সিলভারে বিনিয়োগ করা ভালো উপায়

মার্কিন উদ্যোক্তা কিওসাকি আরও জানিয়েছেন, এই সময় শেয়ার এবং ব্রন্ড মার্কেট থেকে লক্ষ লক্ষ ডলার তুলে বিটকয়েনে বিনিয়োগ করার সম্ভাবনা দেখা দেবে।এর ফলে বিটকয়েন দ্রুত বৃদ্ধি পাবে। সুযোগ পাওয়া মাত্র এর সুবিধা নিতে পারলে মিলবে সফলতা।এক্ষেত্রে বিনিয়োগ করা নিয়ে সজাগ থাকবেন।বিশেষজ্ঞদের মতে, ক্রিপ্টো, সোনা ও রূপোতে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ হবে। এমনকি কেউ যদি এক সাতোশি (বিটকয়েনের ছোট ইউনিট) কেনেন তবু ধনী হওয়ার সম্ভাবনা থাকবে, যখন বহু বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়বেন।

সতর্কীকরণঃ যেকোন বিনিযোগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।