সংক্ষিপ্ত
নিঃসন্দেহে বড় আপডেট বিনিয়োগকারীদের জন্য।
কিন্তু ফেব্রুয়ারি মাসটা খুব একটা ভালো নাও যেতে পারে। যদিও গত কয়েকমাস ধরেই টালমাটাল অবস্থা চলছে শেয়ার বাজারের। আর সেই বিষয়টিকে তরান্বিত করেছে একাধিক ঘটনা। যার মধ্যে রয়েছে ভারতের জিডিপি হ্রাস, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ফের ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা, সেই দেশের ফেডারেল ব্যাঙ্কের রেট কাট এবং চিনা আর্টিফসিয়াল ইন্টেলিজেন্স ডিপসিকের উত্থান।
আর এই ফেব্রুয়ারিতেই নাকি রীতিমতো ক্র্যাশ করতে চলেছে শেয়ার বাজার। এমনই ভবিষ্যতবাণী করেছেন একাধিক বিশেষজ্ঞ। সূত্রের খবর, রিচ ড্যাড পুয়োর ড্যাড বইয়ের লেখক রবার্ট কিওসাকি নাকি এই ভবিষ্যৎবাণী করেছেন। সূত্র মারফৎ জানা যাচ্ছে, বিনিয়োগকারীদের জন্য সম্প্রতি তিনি একটি সতর্কবার্তা দিয়েছেন।
তাঁর কথায়, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে অনেকটাই পড়ে যেতে পারে শেয়ার বাজার। এটি নাকি ইতিহাসে সবচেয়ে বড় শেয়ার মার্কেট ক্র্যাশ হতে চলেছে। এইরকম পতন নাকি আগে দেখেনি শেয়ার বাজার। ফলে, তাঁর ভবিষ্যৎবাণী অনুযায়ী বিনিয়োগকারীরা এবার সবচেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছেন বলে মনে করছেন অনেকে।
কিওসাকি আরও উল্লেখ করেছেন, এই পতন শুধুমাত্র শেয়ার বাজারে আটকে থাকবে এমনটা কিন্তু নয়। গাড়ি, বাড়ি এবং বন্ডে এই পতনের ধাক্কা আসতে পারে। আর সেই কারণেই বিনিয়োগকারীদের সতর্ক করে দিয়েছেন এই বিশেষজ্ঞ।
তবে ফেব্রুয়ারি মাসের ঠিক কোন সময়টায় এই ধাক্কাটা আসবে, সেই বিষয়ে সঠিক করে কিছু বলেননি রবার্ট। কিন্তু বাজারের এই পতনের মধ্যে কীভাবে নিজেদের সম্পদ বাঁচাতে পারেন বিনিয়োগকারীরা? সেই বিষয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন তিনি। বিট কয়েন, সোনা এবং রুপোতে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। তাঁর দৃঢ় বিশ্বাস যে, খারাপ সময়ের মধ্যেও এগুলো নিরাপদ বিকল্প হতে চলেছে বিনিয়োগকারীদের জন্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।