- Home
- Business News
- Other Business
- SIP investment high return: SIP-তে বিনিয়োগ করেই কোটিপতি? হবে এবার স্বপ্ন সফল
SIP investment high return: SIP-তে বিনিয়োগ করেই কোটিপতি? হবে এবার স্বপ্ন সফল
SIP investment high return: SIP-র সাহায্যে আসলে কোটিপতি হওয়া কোনও ব্যাপারই নয়। কিন্তু কীভাবে বিনিয়োগ করবেন?
প্রতি মাসে ১১ হাজার, ১২ হাজার এবং ১৩ হাজার টাকা মাসিক বিনিয়োগের হিসেবটা একবার দেখে নিন
এসআইপি-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।
এই মুহূর্তে দাঁড়িয়ে, SIP হল বিনিয়োগের একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম
অনেকেই প্রতি মাসে SIP-তে বিনিয়োগ করে থাকেন।
তবে অধিকাংশ ইক্যুইটি ফান্ডেই গত ২০২৩ সালের রিটার্ন প্রায় ৫০%-এর থেকে অনেক বেশি ছিল
ভবিষ্যতেই একই হারে রিটার্ন মিলবে, তা বলা যায় না। তবে গত কয়েক বছর অনেক মিউচুয়াল ফান্ড ৪০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।
সবথেকে বড় বিষয়, মাত্র মাত্র ৫০০ টাকা দিয়েই এসআইপি শুরু করা যায়
তবে করতে হবে একটানা বিনিয়োগ। কারণ, লাগাতার করে গেলে ২৫ বছরে কোটি টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যেতে পারে (highest return sip for 20 years)।
বেশিরভাগ মিউচুয়াল ফান্ডে ন্যূনতম ৫০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করতে হয়
তবে চাইলে সেই বিনিয়োগের পরিমাণ আরও বাড়ানো যেতে পারে।
এক্ষেত্রে ১১ হাজার, ১২ হাজার এবং ১৩ হাজার টাকার মাসিক বিনিয়োগের হিসেবটি একবার দেখা যাক
এখানে বিনিয়োগের সময়কাল মোট ২০ বছর ধরে হিসেব কষতে হবে।
কেউ যদি SIP-তে প্রতি মাসে ১১,০০০ টাকা বিনিয়োগ করে থাকেন
তাহলে তিনি সহজেই বার্ষিক ১২% পর্যন্ত রিটার্ন পেতে পারেন। আর যদি কেউ ২০ বছরের জন্য ১১,০০০ টাকা করে প্রতি মাসে বিনিয়োগ করে থাকেন, তাহলে মোট বিনিয়োগের পরিমাণ গিয়ে দাঁড়াবে ২৬,৪০,০০০ টাকা (sip highest return percentage)।
যদি এই পরিমাণের উপর ১২% হারে রিটার্ন আসে, তাহলে তহবিল হবে মোট ৭৪,৭৮,৪৩১ টাকার
তারপর মেয়াদপূর্তিতে, রিটার্ন এবং বিনিয়োগের পরিমাণ একত্রিত করে মোট তহবিলের পরিমাণ ১,০১,১৮,৪৩১ টাকা। আবার যদি এই হিসেবে ১২,০০০ টাকা করে প্রতি মাসে বিনিয়োগ করা যায়, তাহলে রিটার্ন আরও বৃদ্ধি পাবে।
যদি কেউ ২০ বছরের জন্য ১২,০০০ টাকা বিনিয়োগ করে থাকেন
তাহলে ১২% হারে বার্ষিক রিটার্ন আসবে। তখন তহবিলের পরিমাণ হবে ১ কোটি টাকার উপরে। যদি ২০ বছরের জন্য ১২,০০০ টাকা করে বিনিয়োগ করা যায়, তাহলে বিনিয়োগের মোট পরিমাণ গিয়ে দাঁড়াবে ২৮,৮০,০০০ টাকা।
যদি সেই পরিমাণের উপর আবার ১২% রিটার্ন আসে
তাহলে তহবিল গিয়ে দাঁড়াবে ৮১,৫৮,২৮৮ টাকা। এরপর, মেয়াদপূর্তিতে, রিটার্ন এবং বিনিয়োগের পরিমাণ একত্রিত করে মোট তহবিলের পরিমাণ হবে ১,১০,৩৮,২৮৮ টাকা।
যদি প্রতি মাসে ১৩,০০০ টাকা বিনিয়োগ করা হয়, তাহলে কী হবে?
তাহলে ২০ বছরে, আরও বড় অঙ্কের তহবিল তৈরি করা সম্ভব। যদি ১২% বার্ষিক হারে রিটার্ন ২০ বছরের জন্য ১৩,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করা হয়, তাহলে মোট বিনিয়োগের পরিমাণ গিয়ে দাঁড়াবে ৩১,২০,০০০ টাকা।
যদি এই পরিমাণে ১২% রিটার্ন আসে, তাহলে মোট তহবিলের পরিমাণ ৮৮,৩৮,১৪৬ টাকা হয়ে যাবে
তারপর রিটার্ন এবং বিনিয়োগের পরিমাণ একত্রিত করলে, মেয়াদপূর্তিতে মোট তহবিল গিয়ে দাঁড়াবে ১,১৯,৫৮,১৪৬ টাকা।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

