- Home
- Business News
- Other Business
- SIP Investment: ডিসেম্বর মাসে কি SIP শুরু করেছেন? এই ফান্ডগুলি থেকে মিলবে বিশাল রিটার্ন
SIP Investment: ডিসেম্বর মাসে কি SIP শুরু করেছেন? এই ফান্ডগুলি থেকে মিলবে বিশাল রিটার্ন
- FB
- TW
- Linkdin
বিভিন্ন স্তরে বিনিয়োগ
প্রতি মাসে কেউ ২ হাজার টাকা ইনভেস্ট করেন। তো কেউ আবার ৫ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন। অনেকে আবার ১০ হাজার টাকা বা তার বেশিও প্রতি মাসে বিনিয়োগ করে থাকেন।
কিন্তু জানতে হবে, কোথায় এবং কীভাবে বিনিয়োগ করবেন?
বিনিয়োগকারীদের সুবিধার জন্য সেইরকমই কিছু ফান্ডের তালিকা তুলে ধরা হল, যেগুলি থেকে মোটা টাকা রিটার্ন পেতে পারেন ইনভেস্টররা।
প্রতি মাসে ২-৫ হাজার টাকা যদি কেউ বিনিয়োগ করেন
তারা মোট টাকার ৬৫% কানাড়া রোবেকো ব্লু চিপ ইইক্যুটি ফান্ডে এবং বাকি ৩৫% টাকা আইসিআইসিআই প্রুডেনশিয়াল রেগুলার সেভিংস ফান্ডে বিনিয়োগ করতে পারেন।
প্রত্যেক মাসে ৫-১০ হাজার টাকা যারা বিনিয়োগ করবেন
তারা মোট টাকার ৪০% কানাড়া রোবেকো ব্লু চিপ ইইক্যুটি ফান্ডে এবং বাকি ২৫% টাকা পরাগ পারিখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড বা কানাড়া রোবেকো ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এছাড়া বাকি ৩৫% টাকা আইসিআইসিআই প্রুডেনশিয়াল রেগুলার সেভিংস ফান্ডে বিনিয়োগ করলে বিপুল লাভের সম্ভাবনা রয়েছে।
কেউ চাইলে ১০ হাজার টাকার বেশিও বিনিয়োগ করতে পারেন
সেক্ষেত্রে তারা কোথায় ইনভেস্ট করবেন?
যারা ১০ হাজার টাকার বেশি বিনিয়োগ করেন প্রত্যেক মাসে
তারা কানাড়া রোবেকো ব্লু চিপ ইইক্যুটি ফান্ডে ২৫% টাকা বিনিয়োগ করতে পারেন।
মীরা অ্যাসেট লার্জ ক্যাপ ফান্ড
কিংবা অ্যাক্সিস ব্লু চিপ ফান্ডেও ১৫% টাকা বিনিয়োগ করতে পারেন।
পরাগ পারিখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড
অথবা ইউটিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড কিংবা কানাড়া রোবেকো ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ২৫% টাকা তারা ইনভেস্ট করতে পারেন।
কিন্তু বাকি ৩৫% টাকা তারা কোথায় বিনিয়োগ করবেন?
আইসিআইসিআই প্রুডেনশিয়াল রেগুলার সেভিংস ফান্ডে বিনিয়োগ করতে পারেন তারা।
Disclaimer: কিন্তু মার্কেট ইনভেস্টমেসেন্ট একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়
তাই অবশ্যই বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।