- Home
- Business News
- Other Business
- বিরাট ক্ষতির মুখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ক্ষতি হতে পারে এই গ্রাহকদেরও, জানুন বিস্তারিত
বিরাট ক্ষতির মুখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ক্ষতি হতে পারে এই গ্রাহকদেরও, জানুন বিস্তারিত
- FB
- TW
- Linkdin
বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলেও সেপ্টেম্বর ত্রৈমাসিকের ফলাফল খুব একটা সুখকর নয় এসবিআই-এর জন্য। প্রথম ত্রৈমাসিকে ব্যাংকটি দারুণ মুনাফা অর্জন করে। ১৭ হাজার কোটি টাকার রেকর্ড আয় কামায় SBI।
কিন্তু দ্বিতীয় ত্রৈমাসিকে সেখানে বড় ঘাটতি এসেছে। মাত্র ১৪,৩৩০ কোটি টাকার নিট মুনাফা আয় করতে পারে তারা। এই পরিসংখ্যান বেশ আশ্চর্যজনক, কারণ প্রত্যাশিত ছিল যে SBI তৃতীয় ত্রৈমাসিকে বিপুল লাভ করবে।
চলতি প্রান্তিকের কম মুনাফাই বলে দিচ্ছে ব্যাংকের অভ্যন্তরীণ অবস্থার হাল হকিকত। যদিও বিগত বছরের সাথে তুলনা করলে ফলাফল এখনো বেশ লাভজনক।
গত বছরের দ্বিতীয় প্রান্তিকের এবং চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের মধ্যে তুলনা করলে দেখা যায় যে, SBI এর মুনাফা বেড়েছে ৮%! শুধু তাই না, একই সঙ্গে সুদ থেকেও ব্যাংকের আয়ও বেড়েছে অনেকখানি।
দ্বিতীয় ত্রৈমাসিক আয় কমার কারণে একটি ধাক্কা খেতে পারেন গ্রাহকরা। কারণ আসন্ন ইংরাজি নতুন বছরে SBI নানান অফার দিতে পারতো, যা এখন অসম্ভব বলেই মনে করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে নতুন বছরই পুরোপুরি জানা সম্ভব হবে।
এদিকে রিপোর্ট আসার পর শেয়ারবাজারে SBI এর কিছুটা নিচের দিকেই যাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু সেজন্য বাজার খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে।