- Home
- Business News
- Other Business
- Sugar Stocks in India: এই চারটি সুগার ষ্টক দিচ্ছে ৪৮% রিটার্ন? বিনিয়োগকারীদের জন্য বড় বার্তা দিলেন বিশেষজ্ঞরা
Sugar Stocks in India: এই চারটি সুগার ষ্টক দিচ্ছে ৪৮% রিটার্ন? বিনিয়োগকারীদের জন্য বড় বার্তা দিলেন বিশেষজ্ঞরা
Sugar Stocks in India: শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য বড় বার্তা দিলেন বিশেষজ্ঞরা। এমন চারটি সুগার ষ্টক রয়েছে, যেগুলিতে ইনভেস্ট করলে পাওয়া যেতে পারে ৪৮% রিটার্ন।

গত কয়েকদিনে বেশ অনেকটাই উঠেছিল শেয়ার বাজার (Share Market)
কিন্তু আবার সূচক কিছুটা পড়তে শুরু করেছে। সপ্তাহের শেষ দুটি সেশনে পতনের সম্মুখীন হয় বেঞ্চমার্ক সূচকগুলি (Share Market)।
তবে এই কঠিন সময়ে দাঁড়িয়েও, নতুন করে বিনিয়োগের সুযোগ খুঁজছেন বিশ্লেষকদের (Market Analyst) একাংশ
সম্প্রতি তারা কয়েকটি সেক্টরকে আলাদাভাবে বেছে নিয়েছেন। তার মধ্যে অন্যতম হল চিনির শেয়ারগুলি (share market investment)।
এই সেক্টরের বেশ কয়েকটি স্টক কিনতে এবং হোল্ড করার সুপারিশ করেছেন তারা
এবার সেই ষ্টকগুলি নিয়ে আলোচনা করা যাক (share market today)।
দ্বারিকেশ সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড
Dwarikesh Sugar-এর স্টকে বাই রেটিং দিয়েছেন ২ জন বিশেষজ্ঞ। তাছাড়া শেয়ারের (Share) দাম ৪৮% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
গত শুক্রবার, বাজার বন্ধের সময়
কোম্পানিটির শেয়ারের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় ৫.৫৫% নিম্নগামী হয়েছিল। দাম দাঁড়িয়েছিল ৪০.৫২ টাকা (sugar stocks in India)।
এই মুহূর্তে সংস্থাটির মার্কেট ক্যাপ (Market Cap) রয়েছে ৭৫১ কোটি টাকা
গত এক বছরে শেয়ারটির দাম কমেছে প্রায় ৪৫.০২%। এদিকে গত ৫ বছরে স্টকটির দাম দ্ধির হার ছিল ১৩২.২১% (sugar stocks in India News)।
ডালমিয়া ভারত সুগার
Dalmia Bharat Sugar and Industries-এর শেয়ারে হোল্ড রেকমেন্ডেশন দিয়েছেন একজন বিশেষজ্ঞ। কারণ, তাঁর মতে শেয়ারের দাম ৩৫% পর্যন্ত ঊর্ধ্বগামী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে, ষ্টকটির মূল্য প্রায় ৩.৭৬% হ্রাস পেয়ে হয়েছে ৩৯২.১০ টাকা
এদিকে কোম্পানিটির বাজারগত মূল্য রয়েছে ৩১৭৪ কোটি টাকা। অপরদিকে গত ৫ বছরে স্টকটি প্রায় ৫৫৩.৫০% রিটার্ন দিয়েছে (sugar stocks share price)।
বলরামপুর চিনি মিলস
Balrampur Chini Mills স্টকে স্ট্রং বাই রেটিং দিয়েছেন মোট ৭ জন বিশেষজ্ঞ। শেয়ারটির দর আগামীদিনে ১৩% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
চলতি সপ্তাহের শেষে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় ৪.৭৮% হ্রাস পেয়ে দাম হয়েছে ৫৭১.৯৫ টাকা
এদিকে কোম্পানিটির মার্কেট ক্যাপ বর্তমানে রয়েছে ১১,৫৪৮ কোটি টাকা। আর এক বছরের হিসেবে, শেয়ারের দরবৃদ্ধির হার ছিল ৪৭.৩৯%।
অর্থাৎ, দুই বছরে স্টকটির দাম বেড়েছে প্রায় ২৪.০৯%
উল্লেখ্য, পাঁচ বছরে স্টকটি থেকে মিলেছে প্রায় ৪৮১.৫৫% রিটার্ন (best sugar stocks share price)।
ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ
Triveni Engineering & Industries-এর শেয়ারে আবার বাই রেটিং দিয়েছেন চারজন বিশ্লেষক। এই শেয়ারের দাম ১১% পর্যন্ত ঊর্ধ্বগামী হওয়ার সম্ভাবনা রয়েছে।
যদিও NSE-তে সংস্থাটির শেয়ারের দাম ৩.৮৩% কমে গিয়ে ৪২০.৯০ টাকা হয়েছে
কিন্তু সংস্থাটির মার্কেট ভ্যালু রয়েছে ৯২১৩ কোটি টাকা। সেক্ষেত্রে এক বছরের হিসেবে শেয়ারটির দাম বেড়েছে প্রায় ১৬.৩৭%।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই অবশ্যই বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

