
Systematic Deployment Plan: বিনিয়োগের রিটার্ন বাড়াতে পারে অনেক গুণ, দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২৫
Systematic Deployment Plan, এই প্ল্যানের ভিত্তিতে করা বিনিয়োগ আপনার রিটার্নের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। কীভাবে করবেন এটি, জানতে হলে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী-র আজকের পর্ব।
যাঁরা মিউচুয়াল ফান্ডের সঙ্গে পরিচিত তাঁরা নিশ্চয়ই SIP এবং STP-র সঙ্গে পরিচিত। তবে এবার নতুন টার্মের সঙ্গে পরিচিত হোন। সেটি হল SDP অর্থাৎ Systematic Deployment Plan. এই প্ল্যানের ভিত্তিতে করা বিনিয়োগ আপনার রিটার্নের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। কীভাবে করবেন এটি, জানতে হলে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী-র আজকের পর্ব। এশিয়ানেট নিউজ বাংলার সমস্ত দর্শককে জানাই কালীপুজো এবং দীপাবলির অসংখ্য শুভেচ্ছা। দীপের আলো এবং দেবীর আশীর্বাদে আপনাদের জীবন সুখকর এবং সমৃদ্ধ হোক।