
বিনিয়োগে দেরি করেই ভুগছে নতুন প্রজন্ম! সতর্ক হোন, বিনিয়োগে বসতে লক্ষ্মী - পর্ব ১০
জীবন উপভোগ করতে কেউ নিষেধ করছে না, কিন্তু খরচ বাঁচিয়ে কীভাবে বিনিয়োগ করবেন সেটা জানাও অত্যন্ত জরুরি। আজ এই বিষয়েই আলোচনা হবে বিনিয়োগে বসতে লক্ষ্মী-র দশম পর্বে।
কাল যেটা করতে হবে, তা আজই করুন। যা আজ করতে হবে তা এখনই করুন। হিন্দির এই প্রবাদ বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য। অনেকেই কর্মজীবন শুরু করার পর ভাবেন, এত দীর্ঘ জীবন। ধীরে সুস্থে বিনিয়োগ করলেই হল। এত তাড়া কিসের! আগে জীবন উপভোগ করে নিই। এখানেই কিন্তু বড় ভুল হয়ে যায়। যত আগে বিনিয়োগ শুরু করবেন, তা সে যত ছোটই হোক, তত দ্রুত আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাবেন আপনি। জীবন উপভোগ করতে কেউ নিষেধ করছে না, কিন্তু খরচ বাঁচিয়ে কীভাবে বিনিয়োগ করবেন সেটা জানাও অত্যন্ত জরুরি। আজ এই বিষয়েই আলোচনা হবে বিনিয়োগে বসতে লক্ষ্মী-র দশম পর্বে।