সংক্ষিপ্ত

সমস্ত ভারতের কর্মীদের বরখাস্ত করছে টিকটক, ৪০ জন অবশিষ্ট কর্মচারীকে নিষেধাজ্ঞা জানানোর ৩ বছর পর ছাঁটাইয়ের স্লিপ দেওয়া হয়েছে।ক্ষতিগ্রস্ত সমস্ত কর্মচারীদের আগামী নয় মাস পর্যন্ত বেতন দেওয়া হবে। 

মাইক্রোসফ্ট, টুইটার, ডিজনি, অ্যামাজন, গুগলের পরে কর্মী ছাঁটাইয়ের তালিকায় সংযোজিত হল নয়া সংস্থা ‘টিকটক’ (TikTok)। সংস্থায় কর্মরত সমস্ত ভারতীয় কর্মীকে ছাঁটাইয়ের নোটিস ধরাল এই সংস্থা। একসঙ্গে ৪০ জন কর্মীকে বরখাস্তের চিঠি (পিঙ্ক স্লিপ) পাঠানো হয়েছে। যদিও এই ৪০ জনকে ৩ বছর আগেই নিষেধাজ্ঞা জানানো হয়েছিল বলে জানা গেছে।

টিকটক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই সংস্থায় ভারতীয় কর্মীদের চাকরির মেয়াদ বাকি রয়েছে আর মাত্র কয়েক দিন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করতে পারবেন তাঁরা। তার পর অন্য কোনও কম্পানিতে চাকরি খুঁজে নেওয়ার কথা বলা হয়েছে Bytedance-এর মালিকানাধীন এই সংস্থার তরফ থেকে। তবে, হঠাৎ ছাঁটাই করে দেওয়ার ক্ষতিপূরণ হিসেবে আগামী ৯ মাসের বেতন দেওয়া হবে বলে এইসমস্ত কর্মীদের জানিয়ে দিয়েছে টিকটক কর্তৃপক্ষ। তবে কী কারণে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে সংস্থা, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন কর্তৃপক্ষ।

ভারতের অফিসের কর্মচারীরা বেশিরভাগই ব্রাজিল এবং দুবাইয়ের টিকটক ব্যবহারকারীদের জন্য কাজ করছিলেন। প্রায় তিন বছর আগে ভারত সরকারের তরফে TikTok অ্যাপটি নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছিল। ফলত, অনেকেরই ধারণা, ভারতে এই অ্যাপ নিষিদ্ধ করে দেওয়ার পাল্টা জবাব দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে টিকটক।

টিকটকের মুখপাত্র জানিয়েছেন, "আমরা আমাদের ইন্ডিয়া রিমোট সেলস সাপোর্ট হাব বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমাদের বৈশ্বিক এবং আঞ্চলিক সেলস টিমকে সহায়তা প্রদানের জন্য ২০২০ সালের শেষ দিকে স্থাপন করা হয়েছিল। আমরা এইসব কর্মচারী এবং আমাদের সংস্থায় তাদের কাজের অবদানের প্রশংসা করি এবং ভবিষ্যতেও করব। এই কঠিন সময়ে তাদের যাতে অসুবিধা না হয়, সেই দিকটি নিশ্চিত করব।"

চিন দেশের সরকার চিনা কম্পানি বাইটডান্সের অধীনস্থ এই ‘টিকটক’ অ্যাপের মাধ্যমে মানুষের ফোনে নজরদারি চালাত, এই আশঙ্কায় ২০২০ সালের জুন মাস নাগাদ ৫০-টিরও বেশি অ্যাপের সাথে টিকটকের ব্যবহারও বন্ধ করে দেয় ভারত সরকার। প্রাথমিক ভাবে কিছু দিন এই অ্যাপের ব্যবহার বন্ধ করা হলেও, ২০২১ সালের প্রথম দিকে একেবারে পাকাপাকি ভাবে বাতিল করা এই অ্যাপটিকে। তৎকালীন সময়ে ভারতে টিকটিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ২০ কোটিরও বেশি। অ্যাপের ব্যবহার হঠাৎ বাতিল করে দেওয়ায় স্বাভাবিক ভাবেই আর্থিক ক্ষতির মুখে পড়েছিল সংস্থাটি। এরই প্রতিশোধ হিসেবে এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হল কি না, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

আরও পড়ুন-
মার্ভেলের ‘ওয়েস্টল্যান্ডার্স’ কাস্টিং ঘোষণার মঞ্চে তাক লাগালেন করিনা কাপুর আর সইফ আলি খান, ছবিতে দেখুন তারকাদের মহাসমারোহ
যুবকের চালচলন দেখেই নিরাপত্তারক্ষীদের সন্দেহ, কলকাতা বিমানবন্দরে যুবকের শরীরে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ

ব্লু টিকের সুবিধা পাবেন ভারতের ব্যবহারকারীরাও, কত টাকা ধার্য করল টুইটার?