Mutual Fund Investment: কীভাবে বিনিয়োগ করলে এই বাজারেও হবে লাভ? দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২৩

কিছু নিয়ম মেনে বিনিয়োগ করলেও এই বাজারেও লাভের মুখ দেখতে পারেন। কীভাবে বিনিয়োগ করবেন, জানাচ্ছি আমরা।

Share this Video

শেয়ার বাজারের অবস্থা এখন ছুঁচো বাজির মতো। কখন কোন দিকে ঘুরবে, কতটা উঠবে বা পড়বে কারও পক্ষে অনুমান করা সম্ভব নয়। অনেকেই এমন উত্তাল সমুদ্রের মতো বাজারে বিনিয়োগ করতে ভয় পান। তবে কিছু নিয়ম মেনে বিনিয়োগ করলেও এই বাজারেও লাভের মুখ দেখতে পারেন। কীভাবে বিনিয়োগ করবেন, জানাচ্ছি আমরা। আজ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্বে রইল এই বিশেষ টিপস।

Related Video