- Home
- Business News
- Other Business
- BUDGET 2025: বীমা খাতে ১০০% বিদেশি বিনিয়োগের ঘোষণা করলেন নির্মলা সীতারমন
BUDGET 2025: বীমা খাতে ১০০% বিদেশি বিনিয়োগের ঘোষণা করলেন নির্মলা সীতারমন
বীমা খাতে আনা এই উল্লেখযোগ্য বৈদেশিক মূলধন আকর্ষণ করবে।
18

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থনৈতিক প্রবৃদ্ধি, বেকারত্ব
এবং মধ্যবিত্তের উপর জোর দিয়ে টানা ৮ম বাজেট পেশ করেছেন।
28
বাজেটে, বীমা খাতে একটি বড় সংস্কারের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী
এর ফলে বীমা কোম্পানিগুলির মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে।
38
এই পদক্ষেপ দেশীয় বীমা খাতকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে
বীমা খাতে বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগের (FDI) সীমা ৭৪ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করা হবে বলে ঘোষণা করেছেন নির্মলা সীতারামন।
48
বীমা খাতে FDI সীমা ১০০% করা হবে,
তবে শুধুমাত্র ভারতে সম্পূর্ণ প্রেমিয়াম বিনিয়োগকারী কোম্পানিগুলোর জন্যই প্রযোজ্য।
58
Image Credit : Freepik@superohmo
“বৈদেশিক বিনিয়োগ পরিচালনার বর্তমান সুরক্ষা ও শর্তাবলী পর্যালোচনা ও সরলীকরণ করা হবে”
বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।
68
Image Credit : our own
বীমা খাতে আনা এই সংস্কার ভারতে বিদেশী মূলধন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে
একইসাথে বীমা কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়াবে।
78
Image Credit : our own
শক্তিশালী করবে বলে
দেশীয় বীমা খাতকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
88
Image Credit : our own
বাকি উত্তর দেবে সময়
বীমা নিয়ে বড় আপডেট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos