বছরে ২৪ লক্ষ টাকা আয়ে দিতে হবে ৩০ শতাংশ আয়কর
- Home
- Business News
- Other Business
- Union Budget 2025 Live Update: বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দিল কেন্দ্র! ১২ লক্ষ টাকা আয় পর্যন্ত লাগবে না কোনও ট্যাক্স
Union Budget 2025 Live Update: বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দিল কেন্দ্র! ১২ লক্ষ টাকা আয় পর্যন্ত লাগবে না কোনও ট্যাক্স
;Resize=(380,220))
২০২৫-২৬ কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অষ্টম বারের মতো বাজেট পেশ করছেন। এই বাজেট মধ্যবিত্তের লাভ, কোন জিনিসের কত দাম বৃদ্ধি পেল বা কমল, সেই সঙ্গে ইনকাম ট্যাক্সে কত ছাড় পাওয়া যাবে তা আমরা আজকে অর্থাৎ ১ ফেব্রুয়ারি, ২০২৫, বেলা ১১ টা থেকে কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার সঙ্গে সঙ্গে মিলবে আপডেট। চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলায়-
- FB
- TW
- Linkdin
বছরে ২৪ লক্ষ টাকা আয়ে দিতে হবে ৩০ শতাংশ আয়কর
বেতনভোগীদের জন্য ১২.৭৫ লক্ষ টাকায় কর ছাড়
বেতনভোগীদের জন্য ১২.৭৫ লক্ষ টাকায় কর ছাড়
১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও ট্যাক্স লাগবে না
১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও ট্যাক্স লাগবে না
ক্যান্সারের ওষুধ ও জীবনদায়ী ওষুধের দাম কমল
ক্যান্সারের ওষুধ ও জীবনদায়ী ওষুধের দাম কমল
চামড়ার জিনিস, বৈদ্যুতিক গাড়ি ও বরফ জাত মাছের দাম কমলো। দেশীয় পোশাকের দাম কমলো
চামড়ার জিনিস, বৈদ্যুতিক গাড়ি ও বরফ জাত মাছের দাম কমলো। দেশীয় পোশাকের দাম কমলো।
প্রবীণদের জন্য আয়কর ছাড়
প্রবীণদের জন্য ৫০ হাজার থেকে বেড়ে ১ লক্ষ টাকায় আয়কর ছাড়
TDS আরও সহজ করা হবে
TDS আরও সহজ করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী। ২ লক্ষ ৪০ হাজার থেকে বেড় ৬ লক্ষ টাকা পর্যন্ত ছাড় TDS এ
দাম কমলো মোবাইল ফোন ও LED টিভির
দাম কমলো মোবাইল ফোন ও LED টিভির
মোবাইল ফোনের যন্ত্রাংশে শুল্কে ছাড়
কোবাল্ট ও লিথিয়াম ব্যাটারিতে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করল কেন্দ্র
রপ্তানি বৃদ্ধিতে এবং ‘নন ট্যারিফ’ বিষয়ে রপ্তানিকারীদের সুবিধা দিতে বিশেষ পরিকাঠামো
রপ্তানি বৃদ্ধিতে এবং ‘নন ট্যারিফ’ বিষয়ে রপ্তানিকারীদের সুবিধা দিতে বিশেষ পরিকাঠামো। রাজস্ব ঘাটতি ৪.৮ শতাংশ অর্থাৎ আয়ের চাইতে খরচ বাড়ল ৪.৮ শতাংশ।
৩৬টি ক্যান্সার এবং অন্যান্য ক্রিটিকাল অসুখের ওষুধের শুল্ক প্রত্যাহার করা হয়েছে
৩৬টি ক্যান্সারের ওষুধে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করল কেন্দ্র
তফশিলি মহিলাদের জন্য বিশেষ ঋণ
তফশিলি মহিলাদের জন্য বিশেষ ঋণ নেওয়ার সুবিধা দেওয়া হল বাজেটে।
জেলায় জেলায় সরকারি হাসপাতালে ক্যান্সার সেন্টার
জেলায় জেলায় সরকারি হাসপাতালে ক্যান্সার সেন্টার তৈরি করার ঘোষণা
আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল
আগামী সপ্তাহে পেশ করা হবে নতুন আয়কর বিল। জানিয়েছেন নির্মলা
কেওয়াইসি নিয়ম
কেওয়াইসি নিয়ম পর্যায়ক্রমে আপডেট হবে বলে জানানো হল বাজেটে
এফডিআই লিমিট ৭৪ শতাংশ থেকে ১০০ শতাংশ করা হল ইনস্যুরেন্স সেক্টরে
এফডিআই এফডিআই লিমিট ৭৪ শতাংশ থেকে ১০০ শতাংশ করা হল ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক গ্রামে ছড়িয়ে দেওয়া হবে।
৫০টি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর ঘোষণা করা হল বাজেটে
বাজেটেও লাভবান বিহার! তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি
১২০টি বিমানবন্দর তৈরির ঘোষণা দেশে নতুন ১২০টি বিমানবন্দর তৈরির ঘোষণা । তার মধ্যে বিহারে তিনটি নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা।
মেডিক্যালে আসন বৃদ্ধি
মেডিক্যালে আসন বৃদ্ধি মেডিক্যাল কলেজগুলিতে আগামী পাঁচ বছরে ৭৫ হাজার আসন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর। আগামী বছর বৃদ্ধি করা হবে ১০ হাজার আসন।