বদলাচ্ছে UPI ব্যবহারের নিয়ম, আগামী ১ আগস্ট থেকেই ডিজিটাল লেনদেন করা হবে আরও মসৃণ। তবে সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে কি? জানুন বিস্তারিত
বর্তমানে ডিজিটাল লেনদেনের অন্যতম জনপ্রিয় মাধ্যম ইউপিআই (Unified Payments Interface)। প্রতিদিন কোটি কোটি মানুষ তাদের দৈনন্দিন আর্থিক লেনদেনে ব্যবহার করছেন PhonePe, Paytm, Google Pay-এর মতো অ্যাপ। কিন্তু এত বিপুল পরিমাণে লেনদেনের কারণে সার্ভারের উপর বাড়ছে চাপ, লেনদেনের ক্ষেত্রে বিভ্রাট দেখা দিচ্ছে, নিরাপত্তাজনিত সমস্যার ঝুঁকিও বাড়ছে। তাই NPCI এবার UPI ব্যবস্থায় আনছে একাধিক নিয়মের পরিবর্তন, যা আগামী ১ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।
এই পরিবর্তনগুলি শুধু প্রযুক্তিগতই নয়, সাধারণ মানুষের UPI ব্যবহারেও আনবে সরাসরি প্রভাব। চলুন জেনে নেওয়া যাক কী কী নতুন নিয়ম আসতে চলেছে।
১। ব্যালেন্স চেকের দৈনিক সীমা
নতুন আপনি অ্যাপে দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালেন্স চেক করতে পারবেন। যারা বারবার ব্যালেন্স চেক করেন তাদের জন্য এই নতুন নিয়ম কিছুটা অসুবিধার হতে পারে। তবে এনপিসিআই জানিয়েছে, এই নিয়ম সার্ভারের উপর অপ্রয়োজনীয় চাপ কমাতে সাহায্য করবে।
২। লিংকড অ্যাকাউন্ট চেকের সীমা
আপনার মোবাইল নম্বরের সঙ্গে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলি আপনি দিনে সর্বোচ্চ ২৫ বার চেক করতে পারবেন। এই সুবিধার অতিরিক্ত ব্যবহার সার্ভারে অতিরিক্ত রিকোয়েস্ট পাঠায়, যা প্রভাব ফেলে সার্ভারে।
৩। অটো ডেবিট লেনদেনের নির্দিষ্ট টাইম স্লট
আপনার ওটিটি সাবস্ক্রিপশন, EMI বা SIP-এর ক্ষেত্রে অটো ডেবিট লেনদেন এখন থেকে কেবল তিনটি টাইম স্লটে প্রসেস হবে, * সকাল ১০টা’র আগে * দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে * রাত ৯:৩০টার পর এই সিদ্ধান্ত সার্ভারের লোড বজায় রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
৪। ফেলড পেমেন্ট স্ট্যাটাস চেক সীমিত
কোনো লেনদেন ব্যর্থ হলে আপনি দিনে সর্বোচ্চ ৩ বার সেই স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়া, প্রতি বার চেক করার মাঝে থাকতে হবে অন্তত ৯০ সেকেন্ডের ব্যবধান। এই পরিবর্তন ইউজার ও সার্ভার—উভয়ের নিরাপত্তার জন্য কার্যকর হতে চলেছে।
৫। আসল নাম দেখার সুবিধা
গত ৩০ জুন থেকে, UPI-এর মাধ্যমে টাকা পাঠানোর সময় প্রাপকের আসল নাম (bank account holder name) দেখা যাচ্ছে। এই পরিবর্তনের ফলে ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানোর সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে।
৬। চার্জব্যাক সীমাবদ্ধতা
২০২৪ সালের ডিসেম্বর থেকে চালু হওয়া নিয়ম অনুযায়ী সর্বাধিক ১০টি চার্জব্যাক করা যেত এবং একই সংস্থার বিরুদ্ধে ৫টির বেশি চার্জব্যাক করা যাবে না। এতে দায়িত্বজ্ঞানহীন ব্যবহারকারীদের অপব্যবহার কমেছে এবং সাইবার জালিয়াতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।


