Share Market: ফের শেয়ার বাজারে ধস! এখন বিনিয়োগ করবেন? দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-১৮

বিনিয়োগকারীদের একটাই প্রশ্ন থাকে এমন সময়, এখন বিনিয়োগ করা কি ঠিক হবে? কী করবেন, কেন করবেন, সব আলোচনা আমরা করেছি বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্বে।

Share this Video

শেষ হয়ে হইল না শেষ...। পতনের ধারা উল্টে দিয়ে সামনে এগিয়েও ফের একবার ধস শেয়ার বাজারে। ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ বোমায় আরও একবার নড়ে গিয়েছে নিফটি-সেনসেক্স। বিনিয়োগকারীদের একটাই প্রশ্ন থাকে এমন সময়, এখন বিনিয়োগ করা কি ঠিক হবে? কী করবেন, কেন করবেন, সব আলোচনা আমরা করেছি বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্বে। কেন বিনিয়োগ করবেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন, কীভাবে করবেন? দেখে নিন সব প্রশ্নের উত্তর।

Related Video