- Home
- Business News
- Other Business
- আপনি যদি আপনার ক্রেডিট কার্ড ব্যবহার হটাৎ করে বন্ধ করে দেন, তাহলে কী হবে?
আপনি যদি আপনার ক্রেডিট কার্ড ব্যবহার হটাৎ করে বন্ধ করে দেন, তাহলে কী হবে?
বর্তমানে ক্রেডিট কার্ডের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট আছে এমন প্রত্যেকের কাছে ক্রেডিট কার্ড পৌঁছে যাওয়ার দিন এসেছে। অনেকেই বিভিন্ন ধরণের ক্রেডিট কার্ড নিয়ে থাকেন। কিন্তু সেগুলো খুব একটা ব্যবহার করেন না।
| Published : Feb 15 2025, 07:39 PM
1 Min read
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
16
)
দিনে অন্তত একবার ক্রেডিট কার্ড সংক্রান্ত ফোন আসে
নানা অফারের কথা বলে কার্ড নিতে বলা হয়। অনেকেই কার্ড নিয়ে ব্যবহার করেন না। দীর্ঘদিন কার্ড অব্যবহৃত রাখলে সমস্যা। কিন্তু দীর্ঘদিন ক্রেডিট কার্ড ব্যবহার না করলে কী হয়, কখনও ভেবে দেখেছেন?
26
কার্ড বন্ধ হওয়ার সম্ভাবনা
ক্রেডিট কার্ড দীর্ঘদিন ব্যবহার না করলে ব্যাংক কার্ড নিষ্ক্রিয় করতে পারে।
36
ক্রেডিট স্কোরের উপর প্রভাব
ক্রেডিট কার্ড নিষ্ক্রিয় হলে ক্রেডিট স্কোরের উপর প্রভাব পড়বে।
46
ক্রেডিট কার্ড ব্যবহার না করলে
পুরষ্কার, ক্যাশব্যাক, লাউঞ্জ অ্যাক্সেসের মতো সুবিধা হারাবেন।
56
কার্ড ব্যবহার না করলে কোনও চার্জ নেওয়া হয় না
৩ মাস অন্তর লেনদেন করলে ভালো।
66
কার্ড সক্রিয় রাখতে ছোট ছোট লেনদেন করুন
স্টেটমেন্ট নিয়মিত পরীক্ষা করুন।