Share Market: শেয়ার বাজারের সূচক কি শুধু বাড়তেই থাকবে? কেন? জানতে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২৯

পাহাড়ি রাস্তা যেমন গতিতে এগিয়ে যায় ঠিক তেমনই কখনও উপরে কখনও নীচে এভাবেই এগিয়েছে। ভবিষ্যতেও একই ভাবে এগোবে তার যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে। তাই বিনিয়োগের ক্ষেত্রে কোনও সংকোচ বা দ্বিধা থাকা উচিত নয়।

Share this Video

কথায় আছে যা বাড়ে তা কমেও। কিন্তু শেয়ার বাজারের সূচক তা সেনসেক্স হোক বা নিফটি ঊর্ধ্বগতি বিগত ২৫ বছর ধরে বজায় রেখেছে। আগামীতেও রাখবে। গত ২৫ বছরে নিফটি বেড়ে প্রায় ২৮০০% হারে। কিন্তু এই গতি শুধুই উপরের দিকে ছিল, তা কিন্তু নয়। পাহাড়ি রাস্তা যেমন গতিতে এগিয়ে যায় ঠিক তেমনই কখনও উপরে কখনও নীচে এভাবেই এগিয়েছে। ভবিষ্যতেও একই ভাবে এগোবে তার যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে। তাই বিনিয়োগের ক্ষেত্রে কোনও সংকোচ বা দ্বিধা থাকা উচিত নয়। এই কারণগুলি নিয়েই আজকের বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্ব।

Related Video