- Home
- Business News
- Other Business
- E pan Card: ই-প্যান কার্ড ছাড়া হবে না কাজ! কী কী সুবিধা মেলে এই নতুন কার্ডে,না বানালে কী হবে?E
E pan Card: ই-প্যান কার্ড ছাড়া হবে না কাজ! কী কী সুবিধা মেলে এই নতুন কার্ডে,না বানালে কী হবে?E
ই-প্যান কার্ড ছাড়া হবে না কাজ! কী কী সুবিধা মেলে এই নতুন কার্ডে,না বানালে কী হবে?

বর্তমানে ডিজিটাল পরিষেবার যুগে অনেক সরকারি নথিই অনলাইনে পাওয়া যাচ্ছে। তারই একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ই-PAN কার্ড (e-PAN Card)। অনেকেই জানতে চান, ই-PAN কি সাধারণ PAN কার্ডের মতোই বৈধ? কীভাবে আবেদন করবেন এবং খরচ কত? আসুন সহজভাবে জেনে নেওয়া যাক।
ই-PAN কার্ড কী
ই-PAN হল PAN কার্ডের ডিজিটাল বা ইলেকট্রনিক সংস্করণ। PAN অর্থাৎ Permanent Account Number, যা আয়কর দপ্তর থেকে দেওয়া একটি স্থায়ী অ্যাকাউন্ট নম্বর। ই-PAN-এ আপনার নাম, জন্মতারিখ, ছবি এবং ১০ অক্ষরের PAN নম্বর থাকে। এটি সাধারণত PDF ফরম্যাটে পাওয়া যায়। অর্থাৎ, ই-PAN আলাদা কোনও নম্বর নয়। এটি সেই একই PAN নম্বরের ডিজিটাল কপি
ই-PAN কার্ড কি বৈধ?
ই-PAN সম্পূর্ণ আইনি ও বৈধ। আয়কর রিটার্ন ফাইল করা, ব্যাঙ্কে KYC, অ্যাকাউন্ট খোলা, বিনিয়োগ, লোন, ডিম্যাট অ্যাকাউন্ট, সরকারি কাজে পরিচয়পত্র হিসেবে ই-PAN ব্যবহার করা যায়।
অনেক ক্ষেত্রেই ব্যাঙ্ক ও সংস্থা ই-PAN গ্রহণ করে। তবে কিছু জায়গায় এখনও প্লাস্টিক বা ফিজিক্যাল PAN কার্ড চাইতে পারে। কীভাবে ই-PAN কার্ডের জন্য আবেদন করবেন?
১) ইনকাম ট্যাক্স পোর্টাল থেকে ফ্রি ই-PAN
যাঁদের আগে PAN নেই, তাঁরা আয়কর দপ্তরের e-Filing পোর্টালে আধার ব্যবহার করে বিনামূল্যে ই-PAN পেতে পারেন।
আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে।
OTP যাচাই করলে কয়েক মিনিটের মধ্যেই ই-PAN তৈরি হয়ে যায় এবং ডাউনলোড করা যায়।
২) NSDL বা UTIITSL পোর্টাল থেকে আবেদন
আপনি চাইলে NSDL বা UTIITSL ওয়েবসাইট থেকেও ই-PAN-এর জন্য আবেদন করতে পারেন।
শুধু ই-PAN চাইলে সাধারণত ৬৬ থেকে ৭২ টাকা পর্যন্ত ফি লাগে। যদি ফিজিক্যাল কার্ডও চান, তাহলে আলাদা চার্জ যুক্ত হয়।
ই-PAN কার্ড কীভাবে ডাউনলোড করবেন
ই-PAN তৈরি হলে সেটি PDF আকারে ডাউনলোড করা যায়। ডাউনলোড করে মোবাইল বা কম্পিউটারে সংরক্ষণ করতে পারবেন।প্রয়োজনে প্রিন্ট করেও ব্যবহার করা যায়। তবে মনে রাখতে হবে, কোনও অজানা ই-মেইল বা লিঙ্কে ক্লিক করে ব্যক্তিগত তথ্য দেবেন না। অনেক সময় ই-PAN-এর নামে প্রতারণা হয়।

