- Home
- Business News
- Other Business
- Zero Balance UPI account: টাকা নেই? আর নেই কোনও চিন্তা, UPI-তে এবার নয়া ফিচার
Zero Balance UPI account: টাকা নেই? আর নেই কোনও চিন্তা, UPI-তে এবার নয়া ফিচার
Zero Balance UPI account: UPI লেনদেনের জন্য এখন আর ব্যাঙ্ক ব্যালেন্সের প্রয়োজন নেই। NPCI-এর নতুন পরিষেবার মাধ্যমে, ক্রেডিট কার্ডের মতো UPI ঋণ সুবিধা পেতে পারেন।

Zero Balance UPI
ডিজিটাল লেনদেনের যুগে, অনেকেই UPI ব্যবহার করেন। Google Pay, Paytm, PhonePe, BHIM অ্যাপের মাধ্যমে UPI লেনদেন করা হয়।
এখন নতুন পরিষেবা
Bank ব্যালেন্স শূন্য হলেও UPI লেনদেন করতে পারবেন। NPCI চালু করেছে।
সাধারণত, আপনার UPI আইডি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকে
আপনি যখন টাকা প্রদান করেন, তখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়।
এখন, NPCI একটি দুর্দান্ত পরিষেবা চালু করেছে
আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও UPI-এর মাধ্যমে টাকা প্রদান করতে পারবেন।
UPI ঋণ সুবিধা ক্রেডিট কার্ডের মতো
গ্রাহককে একটি নির্দিষ্ট পরিমাণ সীমা প্রদান করা হব।
সেইজন্য আপনাকে যে ব্যাঙ্কে ইতিমধ্যেই অ্যাকাউন্ট আছে সেখানে আবেদন করতে হবে
এই অ্যাকাউন্টটি আপনার UPI আইডির সাথে সংযুক্ত থাকতে হবে।
Bank থেকে অনুমোদন পেলে, আপনার অ্যাকাউন্টে টাকা থাকলেও বা না থাকলেও
UPI-এর মাধ্যমে টাকা প্রদান করতে পারবেন।
এই টাকা ফেরত দিতে আপনার ৪৫ দিন সময় থাকবে
Bank কোনও সুদ নেবে না। ৪৫ দিনের মধ্যে আপনি যদি টাকা পরিশোধ না করেন, তাহলে সুদ দিতে হবে। বর্তমানে, এই পরিষেবা সরকারি এবং বেসরকারি খাতে চালু হয়েছে।
BHIM, Paytm, PayZapp এবং G Pay-তেও এই পরিষেবা পাওয়া যাচ্ছে
এই নতুন ব্যবস্থায় সবাই উপকৃত হবেন।
এখন আর কিছু কেনার আগে চিন্তা করতে হবে না
ব্যাঙ্কে টাকা না থাকলেও কিনতে পারবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

