সংক্ষিপ্ত
দিওয়ালির সময়টাতে সোনা কেনার হিড়িক লেগেই থাকে অবাঙালি থেকে বাঙালিদের। কারণ এই সময়টাতে সোনা কেনা শুভ বলেই মানা হয়। এবার দিওয়ালির আগেই ফের একলাফে দাম কমল সোনার। রেকর্ডের চেয়ে প্রায় ৮৫০০ টাকা সস্তা হল সোনা। দিওয়ালির আগেই ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।
উৎসবের মরশুমে সোনা কেনার চাহিদা যেন একলাফে অনেকটাই বেড়ে যায়। সোনার দাম উর্ধ্বমুখী হওয়া সত্ত্বেও সোনা কেনার চাহিদা রয়েছেই। দুর্গাপুজোর সময় থেকেই উৎসবে মাতোয়ারা বাঙালির সোনা কেনার চাহিদা থাকে তুঙ্গে। কবে দিওয়ালি (Diwali 2021) কিংবা ধনতেরাসের সময় তা কেনার ধুম যেন কয়েকগুণ বেড়ে যায়। ইতিমধ্যেই গতকাল ধনতেরাসের দিন (Dhanteras 2021) সোনার দাম কমায় সোনালি ধাতু কেনার ধুম পড়েছে। দোকানগুলিতেও উপচে পড়েছে সাধারণ মানুষের ভিড়। দিওয়ালির (Diwali) সময়টাতে সোনা কেনার হিড়িক লেগেই থাকে অবাঙালি থেকে বাঙালিদের। কারণ এই সময়টাতে সোনা কেনা শুভ বলেই মানা হয়। এবার দিওয়ালির আগেই ফের একলাফে দাম কমল সোনার (Gold Price Drop)। রেকর্ডের চেয়ে প্রায় ৮৫০০ টাকা সস্তা হল সোনা। দিওয়ালির আগেই ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।
আরও পড়ুন-Dhanteras 2021: সোমবারের তুলনায় বাড়ল সোনা-রুপোর দাম, দেখে নিন কোন খাতে কত হল
আরও পড়ুন-Dhanteras Gold Dhamaka-ধনতেরাসে বাড়তে পারে সোনার চাহিদা, সস্তা হল সোনা
দিওয়ালির (Diwali)আগে ভারতীয় বাজারে দাম কমল সোনার এবং রূপোর। এমসিএক্স (MCX)সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম অনেকটাই কমে গেছে। উৎসবের মরশুমে সোনার দাম (Gold Price) ওঠা-নামা যেন লেগেই রয়েছে। গত প্রায় ১০ দিন ধরেই সোনার দাম অনেকটাই নিম্মমুখী ছিল। এবার দিওয়ালির আগেই ফের দাম কমল সোনা ও রূপোর। একটা সময়ে ৫০ হাজারের গন্ডি পার করলেও ভারতীয় বাজারে এমসিএক্স (MCX)সূচকে ১০ গ্রাম গোল্ডের দাম অনেকটাই কমেছে।গত পাঁচ মাসে সর্বনিম্ন স্তরে নেমেছিল সোনা।
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (Multi Commodity Exchange) সোনার দামে ফের বড়সড় পতন। গত বছর আগস্টে ১০ গ্রাম সোনার দামের উত্থান-পতনের সাক্ষী থেকেছে সোনা। এবার রেকর্ড দরের চেয়ে ৮৫০০ টাকার মতোন কম আছে সোনা (Gold Price Drop) । ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭, ১০০ টাকা। যা গতকালের তুলনায় অনেকটাই নিচে নেমেছে। এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৯,৯০০ টাকা। যা গতকালের তুলনায় অনেকটাই কম। বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হওয়ায় দীপাবলিতে সোনা ও রূপোর চাহিদা বাড়বে বলেই আশা করছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এছাড়া গতবারের তুলনায় ধনতেরাসে সোনার দাম চাহিদাও বেড়েছে। এবার দীপাবলিতেও (Diwali 2021 )সোনা বিক্রি বাড়বে বলেই আশা করছেন স্বর্ণ ব্যবসায়ীরা। সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ অনেকটাই দাম কমেছে রূপোরও (Silver Price) । তবে ৭০ হাজারের চেয়ে অনেকটাই নিচে নেমেছে রূপোর দর। সোনার (Gold Price) থেকেও অনেকটা বেশি আশা জাগাচ্ছে রূপো। কলকাতার বাজারে ১ কেজি রূপোর (Silver Price Drop)আজকের দাম ৬৩,২০০ টাকা। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে।