সংক্ষিপ্ত
সোনার বাজারে নয়া চমক। গতকালের তুলনায় আজ সোনার দাম বেড়েছে না কমেছে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন (Gold - Silver Price)। ভারতীয় বাজারে পরপর তিনদিন অব্যাহত ছিল সোনার দাম। এবার দাম বাড়ল সোনার। ২২ ক্যারেট ১০ গ্রামের দাম যেমন বেড়েছে তেমনই বেড়েছে ২৪ ক্যারেটের দাম। সোনার দাম যেহারে বেড়ে চলেছে তাতে নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। তবে শুধু সোনা নয় বিগত কয়েকদিনের তুলনায় রূপোর দামেও বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে। ভারতীয় বাজারে পরপর তিনদিন সোনার বাজারে চমক দিলেও আজ দাম বেড়েছে সোনার । ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।
সোনার বাজারে নয়া চমক। গতকালের তুলনায় আজ সোনার দাম বেড়েছে না কমেছে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন (Gold - Silver Price)। ভারতীয় বাজারে পরপর তিনদিন অব্যাহত ছিল সোনার দাম। এবার দাম বাড়ল সোনার। ২২ ক্যারেট ১০ গ্রামের দাম যেমন বেড়েছে তেমনই বেড়েছে ২৪ ক্যারেটের দাম। সোনার দাম যেহারে বেড়ে চলেছে তাতে নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। দাম কমলে এখনও ভারতে ৫১ হাজার টাকার উর্ধ্বেই রয়েছে ১০ গ্রাম সোনার দাম, তবে যেহারে সোনার দাম বেড়েছিল তার থেকে ৪০০০ টাকা দাম কমেছে সোনার। আপাতত ২২ গ্রাম সোনার দাম ৫০ হাজারের অনেকটাই নীচে রয়েছে। তবে কি এটাই সোনা কেনার আসল সময়।
সোনার দাম নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। একদিন বাড়ছে তো অন্যদিন কমছে। রাশিয়ার সামরিক অভিযানের ধাক্কায় একলাফে ভারতে দাম বেড়েছে সোনার। তার উপর আবার সামনেই বৈশাখ মাস। আর বিয়ের মরশুমে সোনার দাম বাড়লেই চিন্তা বাড়তে থাকে মধ্যবিত্তের (Gold - Silver Price)। বিশ্ব বাজারে ফের সোনার দাম বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের জেরে (Russia- Ukraine War) আকাশছোঁয়া সোনার দাম। বেশ কয়েকদিন ধরেই সোনার দাম কমেছে। তবে গতকালের তুলনায় সোনার দাম আজ বেড়েছে। আগের তুলনায় কলকাতাতে ২২ ক্যারেট সোনার দাম বেশ অনেকটাই সস্তা হয়েছে। তবে শুধু সোনা নয় বিগত কয়েকদিনের তুলনায় রূপোর দামেও বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে। ভারতীয় বাজারে পরপর তিনদিন সোনার বাজারে চমক দিলেও আজ দাম বেড়েছে সোনার । ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।
আরও পড়ুন-শেষ দুদিন শহর কলকাতায় সোনার দাম অপরিবর্তিত, তবুও স্বস্তি মিলছে না সাধারণের
আরও পড়ুন-এই সোনার গয়না কখনই পরা উচিত নয়, বড়সড় ক্ষতি হতে পারে মহিলাদের
আরও পড়ুন-কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য পতন, তবুও অস্বস্তি অব্যাহত
গত সপ্তাহেও এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ঠেকেছিল ৫১ হাজারেরও বেশি। তবে চলতি সপ্তাহে তা অনেকটাই কমেছে। করোনা সংক্রমণ আগের তুলনায় কিছুটাও হলেও নিচের দিকে। যার ফলে গয়না থেকে বিয়ের কেনাকাটা সেরে ফেলতে চাইছেন অনেকে। এবং করোনাকালে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তার তুলনায় কিছুটা ছন্দে ফিরতেই স্বস্তিতে রয়েছেন ব্যবসায়ীরা। তবে বিয়ের মরশুমের আগে বেশ কিছুদিন ধরে সোনার দাম কমায় মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের। বেশ কয়েকদিন ধরেই সোনা ও রূপোর দামে হেরফের শুরু হয়েছে। আজ কমছে তো কালই বাড়ছে হুড়মুড়িয়ে। আর সোনার দাম বাড়লেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। তবে এই সামরিক অভিযান চলতে থাকলে সোনার দামও সর্বকালীন রেকড মুহূর্তে ভেঙে দিতে পারে। যে হারে সোনার দাম বাড়ছে তাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৪১০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১,৭১০ টাকা। রূপোর দামও গতকালের তুলনায় বেড়ে গিয়েছে। কলকাতার বাজারে ১ কেজি রূপোর (Silver Price ) আজকের দাম ৬৮,৯০০ টাকা। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে। তবে বিয়ের মরশুমে যেভাবে সোনার ও রূপোর দাম বাড়ছে তাতে চিন্তা বাড়ছে সোনার ব্যবসায়ী তথা সাধারণ মানুষের।