সংক্ষিপ্ত
দুর্গাপুজোর পরেই দাম কমলো সোনার। কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামে পতন। সোনার দাম কমাতে স্বস্তিতে মধ্যবিত্তরা।
সামনেই বিয়ের মরশুম। এই অবস্থায় সোনার দোকানে শীঘ্রই আনাগোনা শুরু হবে ক্রেতাদের। এবার দেবী দুর্গার গমনকালে বিজয়া দশমী (Bijaya Dashami) থেকে ফের দাম কমলো সোনার। ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট দুটি মূল্যের ক্ষেত্রেই ঘটেছে পতন। প্রতি গ্রামে আগের থেকে আরও সস্তা সোনার দাম। সোনার দামের (Gold Price) এই নজরকাড়া পতনে স্বস্তিতে মধ্যবিত্ত।
কলকাতায় ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম (22 Carat Gold Price Today) ৪,৭২৬ টাকা, গতকাল বিজয়া দশমীতে দাম ছিল ৪,৭২৫ টাকা, বিগত কয়েকদিনের তুলনায় দাম কম ৪ টাকা তবে গতকালের তুলনায় ১ টাকা বেশি। ৮ গ্রামের দাম ৩৭,৮০৮ টাকা, গতকাল দাম ছিল (22 Carat Gold Price Yesterday) ৩৭,৮০০ টাকা, বিগত কয়েকদিনের তুলনায় দাম কম ৩২ টাকা তবে গতকালের তুলনায় ৮ টাকা বেশি। ১০ গ্রামের দাম ৪৭,২৬০ টাকা, গতকাল দাম ছিল ৪৭,২৫০ টাকা, বিগত কয়েকদিনের তুলনায় দাম কম ৪০ টাকা তবে গতকালের তুলনায় ১০ টাকা বেশি। ১০০ গ্রামের দাম ৪,৭২,৬০০, গতকাল দাম ছিল ৪,৭২,৫০০ টাকা, বিগত কয়েকদিনের তুলনায় দাম কম ৪০০ টাকা তবে গতকালের তুলনায় ১০০ টাকা বেশি।
২২ ক্যারাটের পাশাপাশি সস্তা হয়েছে ২৪ ক্যারাট সোনার দামও। কলকাতায় ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম (24 Carat Gold Price Today) ৪,৯৯৬ (কমেছে ৫ টাকা), গতকাল বিজয়া দশমীতে দাম ছিল ৪,৯৯৫ টাকা, বিগত কয়েকদিনের তুলনায় ৪ টাকা কম তবে গতকালের তুলনায় ১ টাকা বেশি। ৮ গ্রামের দাম ৩৯,৯৬৮ টাকা, গতকাল দাম ছিল (24 Carat Gold Price Yesterday) ৩৯,৯৬০ টাকা, বিগত কয়েকদিনের তুলনায় ৩২ টাকা কম তবে গতকালের তুলনায় ৮ টাকা বেশি। ১০ গ্রামের দাম ৪৯,৯৬০ টাকা, গতকাল দাম ছিল ৪৯,৯৫০ টাকা, বিগত কয়েকদিনের তুলনায় ৪০ টাকা কম তবে গতকালের তুলনায় ১০ টাকা বেশি। ১০০ গ্রামের দাম ৪,৯৯,৬০০, গতকাল দাম ছিল ৪,৯৯,৫০০, বিগত কয়েকদিনের তুলনায় ৪০০ টাকা কম তবে গতকালের তুলনায় ১০০ টাকা বেশি ৷